ইউ এন লাইভ নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। এর আগে কয়লা পাচার কান্ডে একাধিকবার অভিষেককে তলব করেছিল ইডি। কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম তলব করা হল অভিষেককে।
উল্লেখ্য, অভিষেকের এই তলব ঘিরে রয়েছে অনেকগুলি আংশিক ঘটনা। যেমন, বৃহস্পতিবারই রুজিরাকে তলব করল ইডি। জিজ্ঞাসাবাদ চলল প্রায় চার ঘণ্টা ধরে। এর মধ্যে সম্প্রতি অভিষেক বন্দোপাধ্যায় নিজের মুখে প্রধানমন্ত্রীর দিকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, পারলে তাঁকে গ্রেফতার করে দেখাক ইডি। এদিকে স্কুলের নিয়োগ সংক্রান্ত দুর্নীতি কান্ডে গ্রেফতার কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় সিবিআই অথবা ইডি অভিষেককে তলব করতে পারবে, জানিয়েছিল হাই কোর্ট।
আবার এক সময় অভিষেকের অফিসে কাজ করা সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু এখন এই মামলায় রয়েছেন ইডি হেফাজতে। ১৪ জুন শেষ হচ্ছে তার হেফাজতের মেয়াদ। এর মধ্যেই রুজিরা সিজিও কমপ্লেক্স থেকে বাড়ি ফিরতেই নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডির নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
Leave a Reply