গরু ও কয়লা পাচারে অভিযুক্ত সিউড়ি থানার ওসিকে দিল্লিতে তলব ইডির

নিউজ ডেস্ক: গরু ও কয়লা পাচার কাণ্ডে এবার সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবারই তাঁকে ব্যাঙ্কের সমস্ত নথি নিয়ে দিল্লির ইডি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গরুপাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল, তাঁর দেহরক্ষী সায়গল হোসেন ও হিসাব রক্ষক মণীশ কোঠারি বর্তমানে দিল্লির তিহাড় জেলে রয়েছেন। সায়গলকে জেরা করে ইডি আধিকারীকরা সিউড়ি থানার আইসি মহম্মদ আলির নাম জানতে পারেন। অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর দাবি, গরু পাচারের ঘটনায় আর্থিক লেনদেনে যুক্ত ছিলেন মহম্মদ আলি। এছাড়াও ইডি সূত্রে খবর, মণ্ডলের মামলা চালানোর খরচও জুগিয়েছিলেন সিউড়ি থানার এই আইসি। এই খবরের সত্যতা যাচাই করতেই শনিবার মহম্মদ আলিকে তলব করা হয়েছে।

সম্প্রতি মহম্মদ আলিকে সিজিও কমপ্লেক্সে সমস্ত নথি নিয়ে ডেকে পাঠিয়েছিল ইডি। তিনি হাজিরাও দিয়েছিলেন। আর এবার গরু পাচারের সঙ্গে যোগসাজশের অভিযোগে তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হল।