ফাঁড়া কাটছে না আইনমন্ত্রীর, সিবিআইয়ের পরে ইডির তলব মলয়কে

নিউজ ডেস্ক:  ফাঁড়া যেন আর কাটছেই না মলয়ের। বুধবার দিনভর রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তার কিছুক্ষণের মধ্যেই আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তলব করে তাঁকে। ১৪ সেপ্টেম্বর তাঁকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আইনমন্ত্রীর বাড়ি থেকে কিছুই উদ্ধার হয়নি বলে দাবি তাঁর স্ত্রী সুদেষ্ণা ঘটকের।

সম্প্রতি কয়লা পাচার কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছিল ইডি। তার আগে একই মামলাতে মলয়কে নোটিস পাঠিয়েছিল ইডি। সেবার তলব এড়িয়ে গিয়েছিলেন আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক। কিন্তু বুধবার ফের ইডির ডাক পেলেন তিনি।

কয়েকদিন আগে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের মঞ্চে অভিষেক সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কয়লা পাচার কাণ্ডে অভিষেককে তলব করে ইডি।

আরও পড়ুন: মোট ১৮৯ জন ‘যোগ্য’ টেট পরীক্ষার্থীকে দিতে হবে চাকরি, জানিয়ে দিল বিচারপতি গঙ্গোপাধ্যায়

অভিষেকের পর এবার ডাক পড়ল মলয়ের। অন্যদিকে কয়লা পাচার মামলায় অভিষেকের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিধায়ক শওকত মোল্লাকে। অন্যদিকে কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ইসিএলের প্রাক্তন ও বর্তমান মোট আট কর্তাকে গ্রেফতারও করা হয়েছে।

এই পরিস্থিতিতে এবার মলয়কে দিল্লিতে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তবে যদি মলয় ইডির তলব এড়িয়ে যান তাহলে তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার।