Election Commission Of India: ষষ্ঠ দফায় ‘ক্যুইক রেসপন্স টিম’-র সংখ্যা আরও বাড়াল নির্বাচন কমিশন

ইউ এন লাইভ নিউজ: রাত পোহালেই ষষ্ঠ দফার ভোট। তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর – বাংলার এই আট আসনে ভোট রয়েছে শনিবার। প্রতিবারের মত ষষ্ঠ দফার ভোটের আগে আরও একবার জন্য কুইক রেসপন্স টিমের (কিউআরটি) সংখ্যা আরও বাড়াল নির্বাচন কমিশন।

এবার ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্বের জন্য কুইক রেসপন্স টিমের সংখ্যা আরও বাড়াল নির্বাচন কমিশন। ষষ্ঠ দফার ভোটে রাজ্যে মোট ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। রাজ্যে এই মুহূর্তে রয়েছে ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই ১০২০ কোম্পানি বাহিনী সপ্তম দফার ভোটে ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে।

আগামিকাল অর্থাৎ শনিবার ষষ্ঠ দফার ভোটের জন্য পশ্চিম মেদিনীপুর জেলায় মোতায়েন রাখা হচ্ছে ২১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পূর্ব মেদিনীপুরের জন্য রাখা হচ্ছে ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়ার জন্য ১৭৮ কোম্পানি, ঝাড়গ্রামের জন্য ১৩৩ কোম্পানি, পুরুলিয়ার জন্য ১৩৭ কোম্পানি ও পূর্ব বর্ধমান জেলায় ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ৯১৯ টি কুইক রেসপন্স টিমও প্রস্তুত রাখার কথাও কমিশনের তরফে জানানো হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রকাশিত নিরাপত্তা সংক্রান্ত ব্যয় (SRE) এলাকার তালিকায় ঝাড়গ্রামের নাম রয়েছে। ফলে উগ্র বাম এলাকার তালিকায় না থাকলেও সংশ্লিষ্ট এলাকাগুলিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রত্যেক বুথে নিরাপত্তার জন্য ১ সেকশন করে অর্থাৎ ৮ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে রাখার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।

About Sukanya Chatterjee

Check Also

BCCI

BCCI: গম্ভীর নয়! ভারতীয় দলের কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা যাবে ভিভিএস?

ইউ এন লাইভ নিউজ: একইসঙ্গে দু’জন হেড কোচ? বিসিসিআই তাদের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে নানাবিধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *