Election Commission

Election Commission: বঙ্গের প্রথম ৩ দফার ভোটের প্রশংসায় পঞ্চমুখ নির্বাচন কমিশন

ইউ এন লাইভ নিউজ: মঙ্গলবার দ্বিতীয় দফায় শান্তিপূর্ণভাবেই ভোট মিটেছে মুর্শিদাবাদ ও মালদহে। যা বাংলার রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ঘটনা। এর জন্য দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব এবং তাঁর কার্যালয়ের প্রশংসা করলেন। সূত্রের খবর, একই মডেলকে সামনে রেখে পরের দফায় ভোট করাতে চায় কমিশন।

দেশের লোকসভা নির্বাচনের ইতিমধ্যেই তিনটি দফা সম্পন্ন হয়েছে। মোট সাত দফায় ভোটগ্রহণ পর্ব চলবে। সম্প্রতি এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন রাজীব কুমার-সহ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকে কোন রাজ্যে ভোট-পরিস্থিতি কি, তিনটি দফায় ভোটযুদ্ধ কিভাবে মিটেছে, বাকি চারটি দফার জন্য প্রস্তুতি কেমন, সম্ভাব্য সমস্যা এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে খবর, সেই বৈঠকে প্রকাশ্যেই বাংলায় এখনও পর্যন্ত যেভাবে ভোট হয়েছে, তার প্রশংসা করেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি জানান, বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক-সহ তাঁর গোটা দপ্তরের কাজে তিনি বেশ খুশি। সন্ত্রাসের ইতিহাস থাকা বিভিন্ন কেন্দ্রে এবারে যেভাবে শন্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে তাতে করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের ওপর যে বেশ সন্তুষ্ট তা এই বৈঠকেই বেশ স্পষ্ট হয়ে ওঠে।

প্রথম দুটি পর্বে ভোট শান্তিতে হলেও তৃতীয় পর্বের ভোটে মুর্শিদাবাদ ও মালদহ জেলার নির্বাচনী অতীত নিয়ে এবারেও ভোট-সন্ত্রাসের আশঙ্কা ছিল। দীর্ঘ বছর ধরে বাংলায় নির্বাচন ও রাজনৈতিক হিংসা প্রায় প্রায় সমার্থক এবং নির্বাচনী সন্ত্রাসপ্রবণ জেলাগুলির মধ্যে অন্যতম মুর্শিদাবাদ। এর মধ্যে ২০২৩ পঞ্চায়েত ভোটেও অনেক প্রাণহানি হয়েছে এই জেলায়। সম্প্রতি রামনবমীর দিনও মিছিল নিয়ে অশান্তি হয়েছিল মুর্শিদাবাদে। কিন্তু কমিশন দ্রুত কড়া পদক্ষেপ নেওয়ায় সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই বিষয়টিও কমিশনের ফুল বেঞ্চের আলোচনার অংশ ছিল বলেই খবর।

এবার বাকি চার দফায় কমিশনের এই কড়া তৎপরতা ভোট-সন্ত্রাস রুখতে পারে কিনা তাই দেখার অপেক্ষায় বঙ্গবাসী।

About Sukanya Chatterjee

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *