Abhijit Ganguly

Lok Sabha Election 2024: অভিজিৎ-এর কুকথার বিরুদ্ধে করা পদক্ষেপ নির্বাচন কমিশনের

ইউ এন লাইভ নিউজ: তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জেরে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ২৪ ঘণ্টার জন্য তাঁকে ‘সেন্সর’ করা হয়। এই বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সোমবার বিকেল ৫টা থেকে ২৪ ঘণ্টার জন্য তাঁকে সেন্সর করা হল। বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে জানান হয়েছে সম্প্রতি সন্দেশখালি সংক্রান্ত একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যার জেরে নির্বাচনী লড়াইতে কার্যত কিছুটা ব্যাকফুটে চলে যায় বিজেপি। আর এই আবহেই তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ও অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতির সেই মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস।

মলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর এই মন্তব্যের প্রেক্ষিতে প্রতিবাদ জানান হয় তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে। বিজেপি প্রার্থী সমস্ত সীমারেখা লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ করে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কদর্য ভাষায় আক্রমণ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা বাংলার মহিলাদের অপমানের সামিল বলেও দাবি করা হয় তৃণূলের পক্ষ থেকে। আর সেই মন্তব্যের প্রেক্ষিতে অবিলম্বে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষমা চাওয়ার দাবি তোলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই মন্তব্যে প্রেক্ষিতে নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূল। নির্বাচন কমিশনকে এই প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ করার আবেদনও জানান হয়। এই বিষয়ে মন্ত্রী শশী পাঁজা লেখেন, ‘মুখ্যমন্ত্রীর কত দাম, এমন কথা বলার আপনাকে সাহস কে দিল?‌ একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং জননেত্রী ভারতের। এটা আমার কল্পনার বাইরে। লজ্জা করে না। দ্রুত ক্ষমা চান।’