ট্যুইটারের সিইও পদ থেকে সরছেন ইলন মাস্ক, নতুন সিইও লিন্ডা ইয়াকারিনো

নিউজ ডেস্ক: ট্যুইটারের সিইওর পদ থেকে সরছেন ইলন মাস্ক। যাবতীয় দায়িত্ব যাচ্ছেন নতুন সিইও লিন্ডা ইয়াকারিনোকে। বৃহস্পতিবার গভীর রাতে একথা ট্যুইট করে জানিয়েছেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। নতুন সিইওকে নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। ট্যুইটেই তিনি লিখেছেন, যোগ্যতম একজনকেই দায়িত্ব দিচ্ছেন। তিনি আগামী ৬ সপ্তাহের মধ্যে কাজ শুরু করে দেবেন।

ইলন ট্যুইটারে লেখেন, ‘‘আমি ট্যুইটারের জন্য নতুন এক জন সিইও নিয়োগ করেছি। এই ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত। ৬ সপ্তাহের মধ্যেই কাজ শুরু করবেন নতুন সিইও।’’

তাঁর কাজ বাড়ছে। তাই ট্যুইটারের সিইও পদ আর ধরে রাখতে চাইছেন না ইলন মাস্ক। তবে ট্যুইটারের সব দায়িত্ব ছাড়ছেন এমনটাও নয়। ইলন জানিয়েছেন, সিইও পদ ছাড়লেও অন্যান্য গুরুত্বপূর্ণ সব দায়িত্বই সামলাবেন তিনি। সিদ্ধান্তও নেবেন নিজে। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘‘সিইও না থাকলেও আমি সংস্থার কার্যনির্বাহী চেয়ারম্যান এবং সিটিও হিসাবে কাজ করে যাব। ট্যুইটারের কাজকর্ম এবং বিভিন্ন সফটওয়্যারের দিকেও আমার নজর থাকবে।’’

কে হবেন নতুন সিইও, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি মাস্ক। পরে টুইটারের অন্দরমহল থেকেই জানা যায়, এনবিসি ইউনিভার্সাল মিডিয়ার বিজ্ঞাপন বিভাগের চেয়ারম্যান লিন্ডা ইয়াকারিনো দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। তাঁকেই ভরসা করছেন ইলন।