নিউজ ডেস্ক: তৈরি হয়ে গেল পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাণীর বিকল্প। বিকল্প, মানবযন্ত্র! মানুষের বিকল্প বানাল মানুষ নিজেই। এবং এই মানবযন্ত্র যাকে আমরা রোবট হিসেবে চিনি, সেই রোবট তৈরি করছে এলন মাস্কের সংস্থা টেসলা। অবিকল মানুষের মত। জানা গিয়েছে, নিজস্ব কারখানায় হাজারে হাজারে এই রোবট তৈরি করছে টেসলা। আগামী দিনে নিজেদের কারখানাতেই সেই রোবটগুলিকে কাজে লাগতে পারে তারা, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি এও জানা গিয়েছে, এই রোবট গুলির দাম, একটি গাড়ির দামের চেয়েও কম।
টেসলার এই রোবটগুলিকে বলা হয় ‘অপটিমাস’। এই রোবট নির্মাণে গতি আনতে অন্তত কুড়ি জন প্রযুক্তিবিদকে নিয়োগ করছে টেসলা। সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘রোজকার একঘেয়ে কাজে ফুর্তি ফিরিয়ে আনার জন্যই তৈরি করা হয়েছে অবিকল মানুষের মতো এই রোবটগুলি।’
এই রোবটগুলিকে চালনা করতে নড়াচড়ার উপরে ভিত্তি করে এক বিশেষ ধরনের সফটওয়্যার তৈরির কাজ চলছে। সেই কাজেই ইঞ্জিনিয়র নিয়োগ করতে চায় তারা। ওই বিজ্ঞাপনেই লেখা হয়েছে হাজার হাজার এই ধরনের ‘হিউম্যানয়েড’ রোবটকে কাজে লাগানো হবে তাঁদের কারখানাতেই।
আরও পড়ুন: মাংস বিক্রেতাদের মাথায় হাত! গান্ধী জয়ন্তীতে বন্ধ থাকছে সব মাংসের দোকান
এই রোবট বানানোর কথা প্রথম ঘোষণা করেছিলেন এলন মাস্ক নিজেই। ২০২১ সালে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁরা এমন যন্ত্র বানানোর লক্ষ্যে রয়েছেন, যেগুলি নিজেরা যন্ত্র বানানোর মতো সক্ষমতা রাখবে।
Leave a Reply