IND vs ENG, T20 World Cup 2022: সেমিফাইনালে টসে হার ভারতের, প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। আট বছর পর ফাইনালে ওঠার হাতছানি ভারতের সামনে। অপরদিকে, গত বিশ্বকাপে সেমিফাইনালে পরাজয়ের হতাশা ভুলে ফাইনালে উঠতে মরিয়া জস বাটলারের দল। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের। বিগত চার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে পরাজিত করেছে ভারতীয় দল। মাস কয়েক আগে ইংল্যান্ডের ঘরের মাটিতেও ইংল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া। আবার, অ্যাডিলেডে চলতি বিশ্বকাপে ছয় ম্যাচের মধ্যে চারবার প্রথমে ব্যাট করা দল জয়ী হয়েছে।

টসের সময় ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার জানিয়ে দিলেন, আজকের ম্যাচে পাওয়া যাবে না মার্ক উড ও ডেভিড মালানকে। এদিকে টিম ইন্ডিয়ার প্রত্যেকেই ফিট রয়েছেন জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

এদিকে, অস্ট্রেলিয়ার আবহাওয়ার দফতরের পূর্বাভাস অনুযায়ী, সকাল এবং দুপুরে ১০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশে মেঘ থাকবে। সকাল থেকেই অ্যাডিলেডের আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। সেই সঙ্গে ১০-২৫ কিমি বেগে হাওয়া বইতে পারে। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় ৬.৩০ নাগাদ ম্যাচ শুরু হবে।

আসুন নজর দেওয়া যাক ভারত এবং ইংল্যান্ডের প্রথম একাদশের উপর:

  • ভারতের একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি ও অর্শদীপ সিং।
  • ইংল্যান্ডের একাদশ: জস বাটলার, অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান ও আদিল রশিদ।