বিচারপতি বদল হলেও একই থাকল রায়, অস্বস্তিতে রাজ্য

নিউজ ডেস্ক: বিচারপতি বদল হলেও বদল হল না রায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন না বিচারপতি অমৃতা সিনহা। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির মন্তব্য, কিছু হলে আদালত ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকে কোর্ট।

এদিন আদালতে সওয়াল করার সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেকের আইনজীবী। হাইকোর্টের জিজ্ঞাসাবাদ সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন অভিষেক।

অন্যদিকে পুর-নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশই বহাল রইল। ফলে রাজ্যের অস্বস্তি আরও বাড়ল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিন্হা।

‘প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত অয়ন শীলের কাছ থেকে পুর-নিয়োগ দুর্নীতির নথিও মিলেছে’। এর পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে ইডি। তার প্রেক্ষিতে সিবিআইকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআই-এর পাশাপাশি তদন্ত শুরু করে ইডিও। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে মামলা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চে স্থানান্তরিত হয়। রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। সেই মামলায় রায়দান করলেন বিচারপতি সিন্হা।