নিউজ ডেস্ক: বিশ্বকর্মা পুজোর দিন সকালে ভয়াবহ বিস্ফোরণ টিটাগড়ের একটি স্কুলে। স্কুল চলাকালীন বিস্ফোরণ ঘটে বলে জানতে পারা গেছে। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
শনিবার টিটাগড়ের সাউথ স্টেশন রোডের একটি স্কুলে সকাল ১১টা নাগাদ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় স্কুলের ছাদের কিছুটা অংশ উড়ে যায়। এই ঘটনার আকস্মিকতায় হুড়োহুড়ি পড়ে যায় পড়ুয়াদের মধ্যে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। দেখা যায় স্কুলের ছাদে সিঁড়ির অংশে বিস্ফোরণ ঘটেছে। দ্রুত খবর দেওয়া হয় টিটাগড় থানার পুলিশকে। ঘটনাস্থলে এসে পৌঁছয় টিটাগড় থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ছড়িয়ে থাকা স্প্লিন্টার উদ্ধার হয়েছে।
টিটাগড়ের ওই স্কুলে বাইরে থেকে বোমা ছোঁড়া হয়েছিল নাকি স্কুলেই বোমা মজুত করা ছিল খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। ঘন বসতিপূর্ণ ওই এলাকায় কিভাবে বিস্ফোরণ ঘটল সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
স্কুল চলাকালীন এমন ঘটনায় স্বভাবিকভাবেই আতঙ্কিত পড়ুয়া এবং অভিভাবকরা। প্রাথমিক তদন্তের পর পুলিশের এক আধিকারিক জানান, বিস্ফোরণ হয়েছে, এটা নিশ্চিত। তবে কোথা থেকে বোমা স্কুলে এল, তা আমরা খতিয়ে দেখছি। বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ।
টিটাগড়ের স্কুলে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই প্রশ্ন তুলছে বিরোধীরা। কী হচ্ছে রাজ্যে। কোথাও উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। কোথাও ফাটছে বোম।
Leave a Reply