Train Accident

Train Accident: ফের দুর্ঘটনার কবলে এক্সপ্রেস ট্রেন, ১২টি কামরা লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের

ইউ এন লাইভ নিউজ: কয়েকদিন আগেই দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। উত্তরপ্রদেশের গোন্ডায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। লাইনচ্যুত হয়েছে এক্সপ্রেসের অন্তত ১০ থেকে ১২ টি কামরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। এখনও পর্যন্ত ঘটনায় ২ থেকে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে বেশ কয়েকজন যাত্রীর গুরুতর জখম হয়েছে বলেও খবর। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে আসছে একের পর এক অ্যাম্বুল্যান্স। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। কীভাবে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। জানা যাচ্ছে, চন্ডীগড় থেকে গোরখপুরের দিকে যাচ্ছিল ট্রেন নম্বর ১৫৯০৪ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসটি।

ঝিলাহী রেলস্টেশনের কিছুটা দূরেই হঠাৎ করেই একটা বিকট শব্দ শোনা যায়। এরপরেই দুর্ঘটনা চাক্ষুস করে এলাকাবাসী। লাইনচ্যুত হয় ট্রেনের অন্তত ১০ থেকে ১২ টি বগি। একাধিক বাতানুকুল কামরা লাইনের পাশে নয়ানজুলিতে গিয়ে কার্যত ছিটকে পড়ে। ঘটনার পরেই একের পর এক ছবি এবং ভিডিও সামনে আসতে শুরু করেছে। দেখা যাচ্ছে, দুর্ঘটনার অভিঘাতে একের পর এক বগি একেবারে উলটে গিয়েছে। আতঙ্কে মানুষ একেবারে হুড়োহুড়ি শুরু করে দিয়েছে। যাত্রীদের চোখেমুখে একেবারেই আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ফুটে ওঠে। ঘটনার পরেই ঘটনাস্থলে রেলের উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি রিলিফ ট্রেনও পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোটা পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দলকে। একযোগে উদ্ধারকাজে হাত লাগানো হয়েছে বলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে।

অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও এই ঘটনার উপর কড়া নজর রাখছে। ইতিমধ্যে ঘটনার বিস্তারিত খোঁজ নিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৭ জুন ডাউন কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। পিছন থেকে একটি মালগাড়ি সজোরে ধাক্কা মারে শিয়ালদহগামী ট্রেনটিকে। ঘটনায় রেলের ভূমিকা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। রক্ষণাবেক্ষণ সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। প্রবল চাপের মুখে পড়ে যায় রেলমন্ত্রক। সেই রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল।