নিউজ ডেস্ক: আসল নকল মিলেমিশে একাকার। ভুয়ো শিক্ষক, ভুয়ো সিবিআই আধিকারিক থেকে ভুয়ো আইপিএস অফিসার আগেও ধরা পড়েছে এই রাজ্যে। এমনকি বাদ যায়নি ভুয়ো সাংবাদিকও। এবার খাস বিধানসভার লবিতে ধরা পড়ল ভুয়ো বিধায়ক।
বুধবার বিধানসভার লবিতে এক ব্যক্তিকে ইতস্তত ঘুরে বেড়াতে দেখা যায়। তারপরেই বিধানসভায় কর্তব্যরত পুলিশকর্মীরা তাঁকে পাকড়াও করে। তারপরেই পুলিশ কর্মীরা ওই ব্যক্তির পরিচয় জিজ্ঞেস করেন। তখন নিজেকে বিধায়ক বলে পরিচয় দেন ওই ব্যক্তি।
পুলিশকর্মীর তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, ওই ব্যক্তির নাম গডানন শর্মা। তারপরেই বিধানসভার ভিতরে পুলিশ কিয়স্কে বসিয়ে তাকে রীতিমত চলে জিজ্ঞাসাবাদ পর্ব। পরে তাঁকে আটক করে হেয়ারস্ট্রিট থানার পুলিশ।
নিয়ম অনুযায়ী বিধানসভায় ঢুকতে গেল লাগে নির্দিষ্ট পাস। পাস ছাড় ওই ব্যক্তি কীভাবে নিরাপত্তার বেষ্ঠনী টপকে বিধানসভায় ঢুকে পড়ল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।
হেয়ার স্ট্রিট থানার পুলিশ বেশ কিছুক্ষণ কথা বলার পর বুঝতে পারেন, তিনি মানসিকভাবে পুরো পুরি সুস্থ হন। তারপরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে বিধানসভার ভিতরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।