সৃষ্টি ধর ঘোষ : সোমবার বিশ্ব বাজার কে অনুসরণ করে বিরাট পতন ভারতীয় শেয়ার বাজারে।
Nifty হারালো 246 পয়েন্ট বিগত দুই মাসের মধ্যে সব থেকে বড় পতন। সোমবার Nifty 246 পয়েন্ট নেমে বন্ধ হয় 17312 তে। 710 পয়েন্ট নেমে Banknifty বন্ধ হয় 38276 তে। 861 পয়েন্ট হারিয়ে Sensex বন্ধ হয় 57972 তে।
সোমবার বাজার কে নিচে নিয়ে আসে IT সেক্টর ।এছাড়া সব সেক্টরে ছিল হেভি সেলিং। শুধু মাত্র Nifty FMCG সেক্টর বন্ধ হয় সবুজে।
আরও পড়ুন : দিল্লিতে অপারেশন লোটাস ব্যর্থ, আস্থা ভোটে জয়লাভ করেই বিস্ফোরক কেজরিওয়াল
এবার কথা হল কি হবে ভারতীয় শেয়ার বাজারে বা বিশ্ব শেয়ার বাজারে? ভারতীয় শেয়ার বাজারে এখনও UP trend আছে আর এটা একটা বড় কারেকশন বলেই আমার মনে হচ্ছে। 17050 হল একটা ভালো সাপোর্ট লেভেল।
বিনিয়োগকারীদের জন্য সুখবর ।যারা বাজারে লগ্নি করতে চান তারা লগ্নি করার চিন্তা ভাবনা করতে পারেন। নিফটি IT সেক্টরে এখন কোনও buying করা যাবে না। Trader রা IT সেক্টরের stock গুলো তে sell on rise স্ট্রাটেজি তে trade করতে পারেন।
DISCLAIMER :
www.ChartTrading.In is an educational website for traders and investors. This update is aninformation service only .The author shall not be liable for any loss or profit or any othercommercial damages, including but not limited to special, incidental, consequential, or otherdamages.
S. D. Ghosh, www.charttrading.in
শেয়ার বাজার নিয়ে এই মতামত লেখকের নিজস্ব। ইউএন লাইভ নিউজের
নয়। লগ্নিকারিদের প্রতি অনুরোধ তারা যেন সব তথ্য জাচাই করেই লগ্নি
করেন
Leave a Reply