Shikhar Dhawan

Shikhar Dhawan: আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে বিদায় শিখরের, কি বললেন ধাওয়ান?

ইউ এন লাইভ নিউজ: আন্তর্জাতিক এবং ঘরোয়া, দুই ধরনের ক্রিকেট থেকেই অবসর নিলেন বাঁহাতি ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। সোশ্যাল মাধ্যমে পোস্ট করে ধাওয়ান নিজেই একথা জানিয়েছেন বলে জানা গিয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে দেশের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে শেষ একদিনের সিরিজ খেলেছেন শিখর। তারপরই দল থেকে জায়গা হারান ৩৮ বছরের ধাওয়ান। এবার অবসরের কথা ঘোষণা করলেন তিনি। সোশ্যাল মাধ্যমে ধাওয়ান লিখেছেন, “আন্তর্জাতিক এবং ঘরোয়া, আমার ক্রিকেট-যাত্রা শেষ হল। যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি, তার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।”

এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ড, দিল্লি ক্রিকেট সংস্থা এবং সমর্থকদেরও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধাওয়ান লিখেছেন, ‘নিজেকে বলতে চাই, দেশের হয়ে খেলতে পারবে না বলে দুঃখ পাওয়ার দরকার নেই, বরং এটা ভেবে আনন্দ পাওয়া উচিত যে আমি দেশের হয়ে খেলতে পেরেছি। আর দেশের হয়ে এই খেলার সুযোগ করে দেওয়ার জন্য বিসিসিআই, ডিডিসিএ জানাই আমার কৃতজ্ঞতা। সমর্থকদের নিস্বার্থ ভালবাসা না থাকলে এই জার্নিটা সম্ভব হত না।’

তাঁর এই সফরের জন্য পরিবার, ছোটবেলার কোচ তারক সিং এবং মদন শর্মার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারতের এই বাঁহাতি ওপেনার। ভিডিও বার্তায় ধাওয়ান বলেছেন, “এঁদের প্রশিক্ষণেই আমি ক্রিকেট শিখেছি। ধন্যবাদ দেব আমার গোটা দলকে যাদের সঙ্গে আমি খেলেছি, আর একটা পরিবার পেয়েছি। সবার ভালবাসা আর সমর্থন পেয়েছি।” ধাওয়ান দেশের হয়ে ৩৪টি টেস্ট, ১৬৭টি এক দিনের ম্যাচ এবং ৬৮টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে সাতটি শতরান-সহ মোট ২৩১৫ রান করেছেন। এক দিনের ক্রিকেটে ধাওয়ান করেছেন ৬৭৯৩ রান করা। এর মধ্যে রয়েছে ১৭টি শতরান।