ইউ এন লাইভ নিউজ ডেস্ক: অবশেষে বরফ গলার ইঙ্গিত। আগামী পাঁচ বছরের জন্য কৃষকদের থেকে নূন্যতম সহায়ক মূল্যে শস্য কিনবে কেন্দ্র, এমনটাই জানিয়েছেন মন্ত্রীরা। তবে এই প্রস্তাব আদৌ মেনে নেওয়া হবে কিনা, সেই নিয়ে আলোচনার জন্য দুদিন সময় চেয়েছেন কৃষক নেতারা। সূত্রের খবর, এমএসপি নিয়ে কেন্দ্র একটি প্রস্তাবনা দিয়েছে। সেই প্রস্তাবনা পড়া ও তা নিয়ে নিজেদের মধ্য়ে আলোচনা করার জন্য কিছু সময় চেয়েছে কৃষকরা। আপাতত দিল্লি চলো অভিযান স্থগিত রাখা হবে বলেই জানানো হয়েছে।
পাঁচ বছরের জন্য ন্যূনতম সহায়ক মূল্যে সরকারি সংস্থাগুলি দ্বারা ডাল, ভুট্টা এবং তুলো ফসল কেনার প্রস্তাব দেওয়া হয়েছে কৃষকদের। NCCF (National Cooperative Consumers Federation of India Limited) ও নাফেড (National Agricultural Cooperative Marketing Federation of India Ltd) এর মতো সমবায়গুলি ‘অড়হর ডাল’, ‘উরাদ ডাল’, ‘মসুর ডাল’ বা ভুট্টা চাষকাারী কৃষকদের চুক্তি করবে। আগামী পাঁচ বছরের জন্য নূন্যতম সহায়ক মূল্য়ে কেনা হবে তাঁদের ফসল। কোনও সীমা থাকবে না ক্রয়ের পরিমাণের। অর্থাৎ ক্রয়ের পরিমাণ হবে সীমাহীন। তার জন্য় একটি পোর্টাল তৈরি করা হবে। যদিও কৃষকদের ঋণে ছাড় সহ অন্যান্য দাবিগুলি নিয়ে এখনও আলোচনা হয়নি। পরবর্তী বৈঠকে তা নিয়ে সেই বিষয়ে নজর দেওয়া হবে বলে সূত্রের খবর।
তবে কেন্দ্রের এই প্রস্তাব নিয়ে কৃষকদের তরফে এখনও কোনও সিদ্ধান্ত জানা যায়নি। প্রতিবাদী কৃষকনেতা সারওয়ান সিং পান্ধের জানান, কেন্দ্রের প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবেন তাঁরা। প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে কিনা, আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্তও নেওয়া হবে। কিন্তু কৃষকদের দাবির অনেকগুলোই এখনও বাকি রয়েছে। আগামী দুদিনের মধ্যে সেগুলো নিয়ে ইতিবাচক পদক্ষেপ করবে কেন্দ্র, এমনটাই আশা করছে কৃষক মহল।
কেন্দ্রের এই সিদ্ধান্তে পঞ্জাবের কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন বলেই জানানো হয়েছে। ভূগর্ভস্থ জলের পরিমাণ বাড়ানো ও চাষের জমি যাতে উর্বর থাকে, তার উদ্যোগও নেওয়া হবে। যদিও কৃষকদের ঋণে ছাড় সহ অন্যান্য দাবিগুলি নিয়ে এখনও আলোচনা হয়নি। পরবর্তী বৈঠকে তা নিয়ে আলোচনা হবে।
Leave a Reply