Saudi Arabia World Cup : আঘাতে জীবন সংশয়, সেই ফুটবলার বিশেষ বিমানে জার্মানিতে

স্পোর্টস ডেস্ক: যে সৌদি আরবের গোলরক্ষক আজ দেশের জাতীয় ছুটির নায়ক, দেশের ফুটবলকে এক বিশাল উচ্চতায় তুলে দিয়েছিলেন, তাঁর রাতের ঘুম গেছে। ম্যাচে তাঁরই সামনে দাঁড়িয়ে লড়াইয়ে নামা সতীর্থ ডিফেন্ডারের যে প্রাণ সংশয়!

আতঙ্কে একরাশ শিহরণ নিয়ে ঘটে গিয়েছিল এক ইনজুরি! নিজের দেশের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে মারাত্মক বিপর্যয়ের মুখে সৌদি আরবের ফুটবলার ইয়াসির আল শাহরানি। মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ভয়াবহ এই সংঘর্ষে ফুটবলারটির চোয়াল ও মুখের বাঁ দিকের হাড় ভেঙে গেছে।

আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের সেই স্বপ্নের জয়টা উপভোগই করতে পারলেন না সৌদি আরবের ডিফেন্ডারটি। অতিরিক্ত সময়ে তখন খেলা চলছিল। মেসিদের একের পর এক আক্রমণ আছড়ে পড়ছে সৌদি গোল মুখে। যে যেভাবে পারছেন সেসব সামাল দিচ্ছিলেন। এমন সময় ঘটে যায় ভয়ানক সেই ঘটনা।

আর্জেন্টিনার একটি আক্রমণ বিফল করতে গিয়ে সামনে চলে আসেন সৌদি আরবের গোলকিপার মহম্মদ আল-ওয়াইস। ঠিক তখনই ইয়াসির লাফিয়ে উঠে বলের নাগাল পেতে গিয়ে সংঘর্ষে মাটিতে ছিটকে পড়েন। গোলকিপারের হাঁটু সজোরে আঘাত করে তাঁর মুখে।

তখন অনেকটা সময় মাঠেই পড়ে ছিলেন ইয়াসির। বন্ধ ছিল খেলা। টিভি ক্যামেরা চকিতে ফুটবলারকে তাক করতেই দেখা যায়, রক্তে ভেসে যায় তাঁর মুখ। তারপরই স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। এক্স-রের পর জানা যায় চোয়াল এবং মুখের বাঁ দিকের হাড় ভেঙে গেছে। মাথায় – মুখের ভিতর প্রবল রক্তক্ষরণ হওয়ায় তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন। জীবন যে শঙ্কায়।

খবর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমানের কাছে পৌঁছে যায় নিমেষে। দেশের এমন লড়াকু সৈনিক ইয়াসিরের জীবন বাঁচাতে নির্দেশ দেন, চিকিৎসার জন্য প্রাইভেট বিমানে করে যেন তাঁকে পাঠানো হয় জার্মানিতে। তাঁর অত্যাধুনিক চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছে সৌদি আরবের সরকার। ক্রাউন প্রিন্স নিজে নির্দেশ দিয়েছেন শাহরানির চিকিৎসায় যেন কোন ঢিলেমি না হয়। নিজেই খোঁজ রাখছেন সবসময়।

একপ্রকার বলেই দেওয়া যায়, এই চোটে কাতার বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে বসেছেন ইয়াসির আল শাহরানি। এই ধাক্কা সামলে উঠা সহজ নয়। দলের সকলে এখন মেসিদের হারানোর আনন্দ ছেড়ে, শাহরানির দ্রুত সুস্থতার কামনা করে চলেছে।

About Dipankar Guha

Check Also

Diamond harbor FC

Diamond harbor FC: আপাতত বাতিল করে দেওয়া হল ডায়মন্ড হারবার এফসির দুটি ম্যাচ, পরবর্তী তারিখ এখনও নির্ধারিত হয়নি

ইউ এন লাইভ নিউজ: আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত আই লিগ ৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *