ফের সাইক্লোনের আশঙ্কা, জারি করা হল অরেঞ্জ অ্যালার্ট

নিউজ ডেস্ক : মঙ্গলবার সকালে অনুভূত হয়েছে হাওয়ায় শিরশিরানি । সঙ্গে কলকাতায় সামান্য বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। কিন্তু সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৫৭ শতাংশ থাকবে । বুধবার রাত থেকেই আবহাওয়ার বড় ভোলবদল হতে চলেছে।

আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে ‘সাইক্লোনিক সার্কুলেশন’। এটি আগামী ২ দিনে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানা যাচ্ছে। যা পরে পশ্চিম দিকে গিয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। নিম্নচাপ সাইক্লোনে পরিণত হয়ে তামিলনাডু, পুদুচেরি উপকূলে আছড়ে পড়বে বলে জানাচ্ছে আইএমডি।

ওই নতুন সাইক্লোনের নাম দেওয়া হয়েছে ‘মনদাউস’ । যা নির্ধারণ করেছে সংযুক্ত আরব আমিরশাহি । ওয়ার্ল্ড মেটিওরলজিক্যাল ডিপার্টমেন্টের নিময় মেনেই এবারের নাম ঠিক করা হয়েছে ইউ-এ-ই- র প্রস্তাব অনুযায়ি ।

আরও পড়ুন : কাকদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দূরে ভূমিকম্প! কেঁপে উঠল পুরীও, আতঙ্কে পর্যটকরা

ইতিমধ্যেই আইএমডি জারি করেছে ‘ওয়েদার অ্যালার্ট’, এর রিপোর্ট অনুযায়ী তামিলনাড়ু ও পন্ডিচেরি,অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণাবর্ত শুক্রবার নাগাদ ধ্বংসলীলা চালাতে পারে । এছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টি হবে ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরে । এর জেরে হতে পারে প্রবল বৃষ্টিপাত । বুধবার থেকে ভারী বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনায় বৃহস্পতিবার ও শুক্রবার অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে । ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার,অনুমান আবহাওয়াবিদদের। মনে করা হচ্ছে এর প্রভাব থাকবে শনি- রবিবার অবধি।

আরও পড়ুন : শীতের পথে আবারও বাধা, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ