অমিতের বিহার সফরে রেড অ্যালার্ট, মিসাইল হামলার আশঙ্কা

নিউজ ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শনিবার সফর ঘিরে বিহার জুড়ে জারি হয়েছে রেড অ্যালার্ট। স্বরাষ্ট্রমন্ত্রীর যাত্রাপথের চারপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে নজরদারি চালাবে পুলিশ প্রশাসন। পাটনা বিমানবন্দরে বিমান ওঠানামা এবং রাজ্যে হেলিকপ্টার চলাচলেও থাকবে বাড়তি নিষেধাজ্ঞা।

শনিবার চম্পারণের সমাবেশে ভাষণ দেবেন অমিত শাহ। তারপর পাটনা ফিরে রাত পর্যন্ত তাঁর সরকারি ও দলীয় কর্মসূচি রয়েছে। পুলিশের নির্দেশিকায় বলা হয়েছে হেলিপ্যাডে এবং যাত্রাপথে পোস্টার-ব্যানার লাগানো যাবে না। হেলিপ্যাডে নিরাপত্তা রক্ষী ছাড়া কেউ থাকতে পারবেন না। হেলিপ্যাডের ব্যারিকেডের বাইরেও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জেড প্লাস সিকিউরিটি পান। অনুমতি ছাড়া তাঁর ত্রিসীমানায় যাওয়ার সুযোগ নেই। তবে বিহার পুলিশের অতিরিক্ত ডিজি সব জেলাকে বিশেষভাবে সতর্ক করেছেন মিশাইল হামলা নিয়ে। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কপ্টারে যাতায়াত এবং সমাবেশে থাকাকালে মিশাইল হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। স্ট্রিঞ্জার মিশাইলের হামলা চালানো হতে পারে তাঁর উপর।

তবে কারা অমিত শাহের উপর মিশাইল হামলা চালাতে পারে তা স্পষ্ট করেনি।বিহার পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে একাধিক জঙ্গি সংগঠন। তারমধ্যে অন্যতম হল নিষিদ্ধ সংগঠন পিএফআই।

About Somnath Adak

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *