নিউজ ডেস্ক : হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। ভোট উৎসবকে কেন্দ্র করে সাজো সাজো রব বিশ্বের সর্বোচ্চ ভোট কেন্দ্র তাশিগাং-এ। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ২৫৬ ফুট উচ্চতায় অবস্থিত এই ভোট কেন্দ্রে ইতিমধ্যেই শেষ হয়েছে ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ। তবে চলতি বছরে শতভাগ ভোটের রেকর্ড বজায় রাখা সম্ভব হয়নি। ৫২ জনের মধ্যে মাত্র ৫১ জন ভোটার ভোট দিয়েছেন। একজন ভোটার ভোট দিতে পারেননি। ফলে ৯৮.০৮ শতাংশ ভোট পড়েছে বিশ্বের সর্বোচ্চ ভোট কেন্দ্রে।
শীতল মরুভূমি নামে পরিচিত তাশিগাং, লাহুল স্পিতি জেলার স্পিতি উপত্যকায় অবস্থিত। এই উপত্যকাটি বছরে ছয় থেকে সাত মাস বরফে ঢাকা থাকে। এখানে অক্সিজেনের অভাব বেশ ভালোভাবেই বোঝা যায়। এখানকার তাপমাত্রা প্রায় মাইনাস ৪০ ডিগ্রি পর্যন্ত নেমে যায়। এই উপত্যকায় মোট আট থেকে দশটি ঘর রয়েছে। ১ বর্গ কিলোমিটারের থেকেও কম এলাকা জুড়ে বিস্তৃত এই উপত্যকায় বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় সাধারণ মানুষের মধ্যে।
বিশ্বের সর্বোচ্চ এই বুথকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। ভোটকেন্দ্র নয়, যেন মনে হবে কোনো পর্যটন কেন্দ্র। ভোটারদের স্বাগত জানাতে বুথে ঢোকার মুখেই রয়েছে ফুল দিয়ে সাজানো গেট। সেই গেটে ঐতিহ্যবাহী পদ্ধতিতে বরণ করা হয় ভোটারদের। ভোটাররাও লাহৌলি রীতি অনুসারে সবাই খটক পরে ভোট উৎসবে সামিল হয়েছেন। ভোটাধিকার প্রয়োগ করার পর সেল্ফি পয়েন্টে ফটো তুলতেও দেখা যায় ভোটারদের। শুধু তাই নয়, বিশ্বের সর্বোচ্চ ভোটকেন্দ্রে টিমো এবং সাগের মতো স্থানীয় সুস্বাদু খাবারও পরিবেশন করা হয়েছে।
Leave a Reply