India-Pakistan: বিরাট কোহলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়ার

ইউ এন লাইভ নিউজ: বিরাট কোহলির জুতোর সঙ্গেও তুলনা হয় না বাবর আজমের। টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে এমন মন্তব্য করলেন পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারকে নিজের ইউটিউব চ্যানেলে এর আগেও পাকিস্তানকে নিয়ে তির্যক মন্তব্য করতে শোনা গিয়েছে। তবে এবার সমস্ত বাধা লঙ্ঘন করলেন তিনি। এক সাক্ষাৎকারে নিজের দেশের অধিনায়ককে বিরাট কোহলির জুতোর সঙ্গে তুলনা করে বসলেন। কানেরিয়া বলেন, ”পাকিস্তান ক্রিকেট দল একটা কৌতুক। টি-২০ বিশ্বকাপ নিয়ে সিরিয়াস নয়। পরিবার নিয়ে আমেরিকায় ঘুরতে গিয়েছে শুধুমাত্র। বাবর আজম একটা শতরান করলেই পরের দিন ওঁর সঙ্গে বিরাট কোহলির তুলনা শুরু হয়ে যায়। ও বিরাটের জুতোর সমানও নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বোলাররা ওঁকে সমস্যায় ফেলে। ওঁদের বিরুদ্ধে মোটেই খেলতে পারেনি। ৪০ রান করার পর আউট হয়ে যায়। তখন উইকেটে টিকে থেকে দলকে ম্যাচটা জেতানো উচিত ছিল। পাকিস্তানের পক্ষে ম্যাচটা একপেশে হওয়ার কথা ছিল।”

ভারত-পাকিস্তানের খেলা শুরুর আগেই ভবিষ্যদ্বাণী করে ফেললেন কানেরিয়া। স্পষ্ট জানিয়ে দিলেন, ”ভারতকে হারানোর ক্ষমতা নেই পাকিস্তানের ।ভারত খুব খারাপভাবে পাকিস্তানকে হারাবে। ওদের ভারতকে হারানোর ক্ষমতা নেই। বিশ্বকাপ খেলতে এসে সবসময় নিজেদের বোলিংয়ের প্রশংসা করে। দাবি করে, বোলিংই নাকি ম্যাচ জেতাবে। কিন্তু বোলিংয়ের জন্যই ওরা প্রথম ম্যাচটা হারে।”

Related Posts

Howrah Incident: শালিমারে ধুন্ধুমার! ইটবৃষ্টি, পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামানো হল র‍্যাফ

ইউ এন লাইভ নিউজ: হাওড়ার শালিমারে ধুন্ধুমার কাণ্ড। শালিমার পাঁচ নম্বর গেট এলাকায় শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ উত্তেজনা ছড়ায়। শনিবার রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। শুরু…

BCCI: দুশ্চিন্তাগ্রস্ত কিংবদন্তি গাভাস্কার! অদূর ভবিষ্যতে ক্রিকেট নির্মাণ কারখানায় কী তালা পড়তে চলেছে?

ইউ এন লাইভ নিউজ: ক্রিকেট বোর্ডের বর্তমান কাজকর্ম নিয়ে রীতিমত দুশ্চিন্তাগ্রস্ত কিংবদন্তি গাভাস্কার। তাঁর ধারণা, বিসিসিআই যেভাবে চলছে তাতে অদূর ভবিষ্যতে ক্রিকেট নির্মাণ কারখানায় তালা পড়তে চলেছে। তাঁর মূল দুশ্চিন্তা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *