স্পোর্টস ডেস্ক:
যুদ্ধ নয় শান্তি চাই। কাতার বিশ্বকাপ ফুটবলে এই স্লোগান তুললো বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। যখন এই বিশ্বকাপ চলবে , তখন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ রাখুক। সেই আহ্বান জানিয়েছেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবল উৎসবকে যুদ্ধ বন্ধের যথার্থ সময় বলে মনে করেন ফিফা সভাপতি।
সেই ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। ৯ মাস ধরে হয়েই চলছে এই যুদ্ধ। এই লড়াইয়ে সামিল দুই দেশে তো বটেই, গোটা পৃথিবীতে পড়েছে এই যুদ্ধের প্রভাব। ২০ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ, আর শেষ হবে ১৮ ডিসেম্বর।
ইন্দোনেশিয়ার বালিতে এখন শীর্ষ ২০ অর্থনীতির দেশের (জি২০) সম্মেলন চলছে। সেখানেই বিশ্ব নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হয়েছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো। সেখানে তিনি যুদ্ধবিরতির এই আহ্বান জানান।
ইনফান্তিনো বলেন, ” আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, বিশ্বকাপ চলাকালে অস্থায়ী যুদ্ধবিরতি রাখুন, অন্তত মানবিক দিক দিয়ে বিষয়টি বিবেচনা করে দেখুন। কিছু একটা পদক্ষেপ করা হোক, যেখান থেকে শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ফেলা যাবে। আপনারা বিশ্বনেতা, ইতিহাসের গতি প্রকৃতি বদলে দেওয়ার ক্ষমতা আপনাদের আছে। বিশ্বকাপ ফুটবল সারাবিশ্বকে একতা ও শান্তি প্রতিষ্ঠার অনন্য এক মঞ্চ তৈরি করে দিয়েছে।”
যুদ্ধরত দুই দেশ এই আহ্বানে সাড়া দেবে কিনা, সে ব্যাপারে এখনও কোনো বার্তাই মেলেনি। রাশিয়া ও ইউক্রেন এবারের বিশ্বকাপেও ঠাঁই পায়নি । প্রতিবেশী দেশের ওপর হামলার জন্য বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাদ দেওয়া হয় রাশিয়াকে। আর ওয়েলসের কাছে প্লে-অফে হেরে বাদ পড়ে ইউক্রেন।
Leave a Reply