FIFA WC 2022 Final: সোনার বল আর বিশ্বকাপ জয়ে স্বপ্নপূরণ মেসির

স্পোর্টস ডেস্ক: কথায় আছে, খেলার শেষ বাঁশি বাজা না অবধি খেলা শেষ নয়। কথাটা ঘড়ির কাঁটায় কাঁটায় বুঝে নিল গোটা বিশ্ব। পেনাল্টি শুট আউটে মনটিয়েলের গোলে ৩৬ বছরের খরা কাটাল আর্জেন্টিনার। মারাদোনার পর মেসির পায়ে বিশ্বসেরার স্বপ্ন সফল হল আর্জেন্টিনার।

কাতার বিশ্বকাপের মেগা ফাইনালে একপেশে প্রথমার্ধে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল দি মারিয়া আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিল। ফ্রান্স গোলের তেকাঠির মধ্যে একটি শট পর্যন্ত রাখতে পারেনি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধেও খেলাটা অনেকটা একইভাবে এগোচ্ছিল। তবে ঠিক যখন মনে হচ্ছিল মেসি বিশ্বকাপ হাতে তুলতে চলেছেন। ঠিক ৭০ মিনিটের মাথায় ভোল পাল্টে যায় খেলার। ৯০ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান ২৩ বছরের সোনার ছেলে কিলিয়ান এমবাপে। ম্যাচ ২-২ শেষ হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে।

অতিরিক্ত সময়ে ১০৯ মিনিটে লিওনেল মেসি ফের একবার গোল করে আর্জেন্টিনাকে গোল করে ম্যাচে এগিয়ে দেন মেসি। তবে ১১৮ মিনিটে এমবাপে ফের গোল করে ম্যাচে সমতা ফেরান এমবাপে। জিওফ হার্স্টের পর মাত্র দ্বিতীয় ফুটবলার হিসাবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে। তবে শেষমেশ পেনাল্টিতে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। ফের একবার পেনাল্টি শ্যুট আউটে নায়কোচিত পারফর্ম করেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। অরিলিয়ঁ চাউমেনি ও কিংগসলে কোমানের পেনাল্টি বাঁচান মার্তিনেজ।

মহা নাটকীয় ফাইনাল বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারলেন না কিলিয়ান এমবাপের ফ্রান্স। মারাদোনার মৃত্যুর ৭৫৩ দিন পর বিশ্ব ফুটবলের চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা।