FIFA World Cup 2022: হাফ ডজন গোল দিয়ে কাপ মিশন শুরু ইংল্যান্ডের

ইংল্যান্ড – ৬ : ইরান – ২

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড বনাম ইরান। ঘটনার ঘনঘটায় ভরা এক ম্যাচ। শুরুতে ইরান ফুটবলাররা দেশের এক ঘটনার প্রতিবাদের গলা মেলালেন না জাতীয় সংগীতে। মাঝে ইরান গোলরক্ষকের চোটে ১৬ মিনিট খেলা বন্ধ। তাঁর মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া। আর ম্যাচে হাফ ডজন গোল দিয়ে শুরু ইংল্যান্ডের বিশ্বকাপ দৌড়। তারকা ফুটবলার লিওনেল মেসি বলেছিলেন ইংল্যান্ডের নাম। এবারের বিশ্বকাপ জিততে পারে হ্যারি কেনরা। ভুল কিছুই বলেন নি , তার নমুনা মিললো প্রথম ম্যাচ থেকে।

ফিফা বিশ্বকাপের ২২তম আসরের দ্বিতীয় ম্যাচে ইরানকে ৬ গোলের বন্যায় ভাসিয়ে দিয়ে গেল ইংল্যান্ড। ম্যাচে ৬-২ গোলের বড় জয় নিয়ে এইবারের টুর্নামেন্ট শুরু করে দিল ব্রিটিশ দল।খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ইরানের মুখোমুখি হয় ইংল্যান্ড। ম্যাচে প্রথম ৪৫ মিনিটে ইরানের জালে তিনবার বল পাঠায় ইংল্যান্ড। পরে অর্ধে আরো ৩টি গোল। যদিও দুটি গোল করে ব্যবধান কমায় ইরান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ইংল্যান্ড। কিন্তু গোলের রাস্তা খুলতে সময় লেগে যায় ৩৫ মিনিট। প্রথম গোল করে দলকে এগিয়ে দেন জুডে বেলিংহাম (১-০)। এর ঠিক আট মিনিট পর দ্বিতীয় গোলটি করেন বুকায়ো সাকা। দলনেতা হ্যারি কেনে নেওয়া কর্নার থেকে ভেসে থেকে আসা বল হেডে করে প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন তিনি (২-০)।ম্যাচের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছিল দুই গোলের লিড নিয়েই বিরতিতে যাবে দল। কিন্তু ইনজুরি টাইমে আরও একটি গোল পেয়ে যায় ইংল্যান্ড। দলের পক্ষে তৃতীয় গোলটি করেন রাহিম স্টার্লিং। হ্যারি কেনের বাড়ানো পাসে সহজের ইরানের গোলকিপারকে বোকা বানিয়ে জালে বল পাঠান স্টার্লিং (৩-০)।ম্যাচ শুরুর ৮ মিনিটেই মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন ইরানের গোলরক্ষক আলিরেহা বেইরানভান্ড। নিজ দলের ডিফেন্ডার মাজেদ হুসেইনির সঙ্গে মাথায় মাথায় ঠোকা ঠুকে হয়ে যায় তাঁর। ম্যাচের ১৮ মিনিটের সময় স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। বদলি গোলরক্ষক হিসেবে নামেন হোসেইনি।ম্যাচের দ্বিতীয় পর্বে ৬২ মিনিটে র্স্টালিংয়ের পাস ধরে দলকে আবার এগিয়ে দেন সাকা ( ৪-০)। এর মিনিট তিনেক পর ইরান স্বস্তির হদিশ পায়। গোল করেন ইরানের সেরা তারকা মাহদি তারেমি (৪-১)। তবে ইংল্যান্ড ততক্ষনে গোল করার নেশায় বুদ। ম্যাচের ৭১ মিনিটে সাকার বদলি হয়ে নেমে গোল করেন তরুণ ম্যানইউ ফরোয়ার্ড মার্কোস রাশফোর্ড (৫-১)।আর দলের ৬ নম্বর গোলটি করেন জ্যাক গ্রেলিস। দারুণ এক কাউন্টার অ্যাটাকে ওঠেন কেনের পরিবর্তে খেলতে নামা উইলসন। দৌঁড়ে বক্সের ঠিক জায়গায় পৌঁছে গ্রেলিসের বাড়ানো বল ইরানের জালে পাঠাতে বেশি কষ্ট করতে হয়নি তাঁকে। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহুর্তে পেনাল্টি থেকে আরেকটি গোল শোধ করে ইরানের তারেমি (৬-২)।

ইংল্যান্ড ম্যানেজার গ্যারেথ সাউথগেট ম্যাচের শেষে কিছুটা হতাশ হয়েই যেন বললেন, ‘ ম্যাচের শেষের দিকটা আমার মন ভরে নি। কিছুটা হতাশ হয়েছি। এত বড় ব্যবধানে ম্যাচ জেতা, যে ভাবে ম্যাচের অধিকাংশ সময় আমরা খেলেছি – তাতে আমাদের খুশিই থাকা উচিত। আমরা সামনের লড়াইয়ের জন্য তৈরি। এইরকম ভাবেই আমরা খেলে যেতে চাই।’ এই ম্যাচে ইংল্যান্ডকে তিনি খেললেন ৪-২-৩-১ ফরমেশনে।

ইংল্যান্ড দল: জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক); হ্যারি ম্যাগুইরে, জন স্টোনস, লুক শ, কাইরন ট্রিপিয়ার; ডেক্লান রাইস, জুড বেলিংহাম; হ্যারি কেন, রাহিম স্টার্লিং, মেসন মাউন্ট; বুকায়ো সাকা।