Abhishek Banerjee

Abhishek Banerjee: অবশেষে নীরবতা ভঙ্গ করলেন অভিষেক, আরজি কর প্রসঙ্গে সুবিচারের দাবি

ইউ এন লাইভ নিউজ: অবশেষে আরজি করের ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ডায়মন্ডহারবারের সাংসদ জানিয়েছেন তিনি ন্যায়বিচার নিশ্চিত করতে চান। এতদিনে নিরাপড়া ভঙ্গ করলেন অভিষেক বন্দোপাধ্যায়। আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে বারে বারে চলেছে বিক্ষোভ ও আন্দোলন। ১৪ অগস্ট মধ্যরাতে আরজি কর হাসপাতালে হামলার পরে পুলিসি সক্রিয়তা চেয়ে সমাজমাধ্যমে বার্তা দেন অভিষেক। এরপর আজ, বৃহস্পতিবার সকালে টুইটারে একটি পোস্ট করেন অভিষেক। তিনি রাজ্য সরকারের কাছে ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার আর্জি জানান এবং এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রয়োজনীয় কথা বলতে বলেন। যে আইনে ধর্ষণের ঘটনার ৫০ দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা হবে। তার পরে দোষীকে কঠোরতম সাজা দেওয়া হবে।

অভিষেক বন্দোপাধ্যায় তথা তৃণমূলের সর্বভারতীয় সাধতন সম্পাদক তাঁর একটি টুইটার পোস্টে লেখেন, ”গত ১০ দিনে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন গোটা দেশ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে, সুবিচারের দাবি করছে, তখনও দেশ জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। ভারতের বিভিন্ন প্রান্তে ৯০০ জনকে ধর্ষণ করা হয়েছে। প্রতিদিন ৯০টি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হয়েছে। অর্থাৎ প্রতি ঘণ্টায় চারটি এবং প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণের ঘটনার রিপোর্ট দায়ের হয়েছে। অথচ এত কিছু সত্ত্বেও এই অপরাধের কোনও দীর্ঘমেয়াদি সমাধান বার করা গেল না। আমাদের এমন কড়া আইন আনতে হবে যাতে ৫০ দিনের মধ্যে গোটা বিচারপ্রক্রিয়া নিষ্পত্তি হয়। এবং দোষীরা শাস্তি পায়।”