ইউ এন লাইভ নিউজ: আরজি কর ঘটনার পর থেকেই মেডিকেল কলেজ গুলির নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অবশেষে রাতের ডিউটিতে থাকা কর্মীদের নিরাপত্তায় শুক্রবার চালু হয়ে গিয়েছে ‘রাত্তিরের সাথী- হেলপার অ্যাট নাইট’ প্রকল্প। প্রথম পর্বে কলকাতা পুলিশ এলাকার মধ্যে চারটি মেডিকেল কলেজ-সহ ছ’টি হাসপাতালের রাতের নিরাপত্তা দেখার জন্য ছ’জন প্রাক্তন পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা শুধু নাইট ডিউটিতে থাকা কর্মীদের নিরাপত্তা দেখভাল করবেন। তার জন্য পুলিশ এবং নিরাপত্তাকর্মী মোতায়েন থেকে নজরদারির প্রক্রিয়া স্থির করবেন ওই নিরাপত্তা অফিসার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণের দফতর থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে, কলকাতার পুলিশ কমিশনারের সুপারিশের ভিত্তিতেই ছ’জন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে ‘রাত্তিরের সাথী’ প্রকল্পে নিয়োগ করা হবে। আগস্টের তৃতীয় সপ্তাহে শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানিতে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ।
এর পরেই সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল এবং সুপার স্পেশ্যালিটি হাসপাতালে অবসরপ্রাপ্ত পুলিশ, সেনা অফিসার, নৌবাহিনী, বায়ুসেনার অফিসার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই মর্মে একটি নির্দেশিকাও জারি করেছিলেন রাজ্য পুলিশের তৎকালীন এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ বর্মা। ঘটনাচক্রে, তিনিই এখন কলকাতার পুলিশ কমিশনার।
Leave a Reply