ইউ এন লাইভ নিউজ: ভারত আইসিসিকে জানিয়ে দিয়েছে, পাকিস্তানে দল পাঠানো হবে না। ভারত চায়, হাইব্রিড মডেল অনুসরন করে অনুষ্ঠিত হোক চ্যাম্পিয়নস ট্রফি। সেক্ষেত্রে ফাইনাল সহ ভারতের ম্যাচগুলি দুবাইতে রাখার প্রস্তাব দেয়া হয়েছে। ভারতের এই প্রস্তাবের ঘোর বিরোধী পাক ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, আইসিসি যদি ভারতের সামনে মাথা নত করে সেক্ষেত্রে তারা চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে দাঁড়াবে। কার্যত এই উভয় সংকটের মুখে এখন সমাধানের রাস্তা খুঁজছে আইসিসি। সূত্রের খবর, আন্তর্জাতিক ক্রিকেট কন্ট্রোল বোর্ড চাইছে, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করতে।
এই প্রস্তাবে যাতে পাকিস্তান রাজি হয়, সেজন্য কিছু আর্থিক টোপ দিতে চলেছে তারা। প্রস্তাব অনুযায়ী, পাকিস্তানের বুকে টুর্নামেন্ট পরিচালনার জন্য যে খরচ হবে তার সিংহভাগ বহন করবে আইসিসি এবং সেইসঙ্গে পাকিস্তানের অংশে লাভের পুরো টাকাটাও দিয়ে দেওয়া হবে পিসিবিকে। এরপরেও যদি পাকিস্তান প্রস্তাবে সাড়া না দেয় সেক্ষেত্রে পুরো টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হবে এশিয়া মহাদেশের বাইরে। সেক্ষেত্রে আইসিসি’র পছন্দের দেশ দক্ষিণ আফ্রিকা।
Leave a Reply