জার্মানিতে চাকরির পথ দেখাচ্ছে বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজ

নিউজ ডেস্ক : ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের কাছে কর্মক্ষেত্র হিসেবে স্বপ্নের জায়গা জার্মানি। এবার সেই স্বপ্নকে কিভাবে বাস্তবায়িত করা সম্ভব সেই পথই দেখানো হলো বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজে।

মঙ্গলবার ইঞ্জিনিয়ারিংয়ের পেশাগত প্রত্যাশার স্থল ‘জার্মানি’ বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়। বর্তমানে বিনা খরচে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে নিশ্চিত চাকরির বার্তা দিয়েছেন ইউরো ভাষা সংস্থার প্রতিষ্ঠাতা।

ইউরো ভাষা সংস্থার প্রতিষ্ঠাতা গৌরি ভার্মা, সকল ছাত্রছাত্রী শিক্ষক-শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন, কিভাবে ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা গ্রহনের সঙ্গে সঙ্গে নানান পার্ট টাইম কাজের মাধ্যমে নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করাও সম্ভব।

ইউরো ভাষা সংস্থার পক্ষ থেকে আয়োজিত এই সেমিনারে বিশেষভাবে উপকৃত হয়েছেন কলেজের ছাত্রছাত্রীরা। জার্মানিতে পরবর্তী শিক্ষা বা চাকরির ক্ষেত্রে উৎসাহ দেখিয়েছেন কলেজের ছাত্রীরাও।

বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের সেমিনারে অংশগ্রহন করে, কলেজের অধ্যক্ষ রেজিস্ট্রার ও কলেজের চেয়ারম্যান শ্রী শশাঙ্ক দত্ত মহাশয় জানিয়েছেন, আগামী দিনে এই কলেজ যাতে জার্মানি যাওয়ার রাস্তা জঙ্গলমহলের ছাত্র ছাত্রীদের কাছে খুলে দিতে পারে তার উদ্যোগ নেবে।

গত ২৪ বছর ধরে যুবসমাজকে পথ দেখাচ্ছে বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজ। রাজ্যের প্রত্যন্ত এলাকাতেও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই এই কলেজ কর্তৃপক্ষের লক্ষ্য। দীর্ঘদিন ধরে প্রান্তিক মানুষদের শিক্ষিত ও চাকুরীজীবী তৈরির প্রচেষ্টাও চালাচ্ছে এই সংস্থা।

About Mousumi Pal

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *