পিছনের আসনে থাকা যাত্রীদেরও বাঁধতে হবে সিটবেল্ট, নয়তো মোটা টাকা জরিমানা

নিউজ ডেস্ক- পিছনের সিটের প্রত্যেক যাত্রীকে এবার থেকে বাঁধতে হবে সিট বেল্ট, নয়তো ১০০০ টাকা জরিমানা করা হবে, জানালেন কেন্দ্রীয় সড়কপরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি।

মহারাষ্ট্রে পালঘরে রবিবার ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, বিখ্যাত শিল্পপতি সাইরাস মিস্ত্রির। তাঁর সঙ্গে বিলাসবহুল, উচ্চ নিরাপত্তাসম্পন্ন গাড়ি থাকা সত্ত্বেও মৃত্যু এড়ানো যায়নি।

পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে, সাইরাস মিস্ত্রি পিছনের আসনে বসেছিলেন এবং তাঁর সিট বেল্ট বাঁধা ছিল না। সেই কারণেই তাঁর মৃত্যু। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, কখনও রাস্তা নিয়ে, কখনও বা গাড়ি নিয়ে।

এবার থেকে পিছনের যাত্রীদেরও সিট বেল্ট বাঁধা বাধ্যতামূলক করা হচ্ছে। নয়তো দিতে হবে জরিমানা। এমন কথাই ঘোষণা করেছেন, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি। তিনি বলেছেন, “ গাড়িতে যাঁরা পিছনের সিটে যাত্রী থাকেন, তাঁদের সিট বেল্ট বাঁধা বাধ্যতামূলক, কিন্তু অনেকেই গুরুত্ব দেন না। এবার থেকে সেই নিয়ম পালন না হলে, কম করে হাজার টাকা জরিমানা করার ব্যবস্থা করা হচ্ছে।

একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “সারা দেশে যা পথ দুর্ঘটনা ঘটে, আগামী ২০২৪ সালের মধ্যে তা যাতে ৫০ শতাংশ কমে, তার পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।” পাশাপাশি তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকেই গাড়িতে এয়ার ব্যাগ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। গাড়ির মালিকদেরও বলা হয়েছে, নিজেদের সুরক্ষার স্বার্থে এয়ারব্যাগ রাখুন। আটজন পর্যন্ত যাত্রী যেতে পারে এমন গাড়িতে কমপক্ষে ৬টি এয়ারব্যাগ রাখতে হবে। একটি এয়ার ব্যাগের খরচ ১০০০ টাকা। ৬টির দাম পড়ে ৬ হাজার টাকা।

সাধারণ মানুষের বোঝা উচিৎ এই হাজার টাকা, তাঁর জীবন দুর্ঘটনা থেকে জীবন বাঁচাতে পারে। ২০২০ সালের পরিসংখ্যান বলছে, পথ দুর্ঘটনায় যতজন মারা গিয়েছেন, তার মধ্যে ১১ শতাংশ সিট বেল্ট ব্যবহার না করার জন্য। ৩০ শতাংশ মৃত্যু ও ২৬ শতাংশ আহত হয়েছেন হেলমেট ব্যবহার না করার জন্য।