ইউ এন লাইভ নিউজ: ফের শহর কলকাতায় আগুন। ধাপার মাঠপুকুর সায়রাবাদে আগুন লেগেছে বলে খবর। মঙ্গলবার সকাল ১১:২৫ মিনিটে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মোবিল কারখানার গুদামে লেগেছে আগুন। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন পৌঁছয়। ওই মবিল কারখানার ভেতরে থাকা একাধিক ড্রাম বিকট শব্দে ফাটতে থাকে বলে জানা গিয়েছে। এলাকায় রীতিমতো এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার পর টানা ১ ঘন্টা কেটে গেলেও আগুন নিভাতে হিমসিম খেতে হচ্ছে দমকল বাহিনীকে।
মঙ্গলবার সকালে ফের আগুন লাগলো শহর কলকাতায়। এবার আগুন লাগল কলকাতার ধাপার মাঠপুকুরে একটি রাসয়ানিক গুদামে। বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় এলাকার কাছে পৌঁছানো যাচ্ছে না। অপরদিকে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। কারখানার ভেতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী কারখানার ভেতরে মজুত করে রাখা কেমিকেলের ড্রাম ফাটছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রাই আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছ স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
অন্যদিকে একের পর এক দেশ সহ রাজ্য জুড়ে চলছে বিভীষিকাময় পরিস্থিতি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিটি সময় মানুষকে দহন জ্বালায় জ্বলতে হচ্ছে। দিনদিন দেশে অরাজকতার পরিণতি সৃষ্টি হয়ে চলেছে এবারও কিন্তু তারা অন্যথা হল না এবারও দেখা যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল রাজ্যবাসী। ফের আবারও অগ্নিকাণ্ডের ভয়াবহতা ছড়িয়ে পড়ল কলকাতায়। এবার এক হার্ডওয়ারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে দাউ দাউ করে জ্বলে উঠেছিল সেই হার্ডওয়ারের দোকানটি। আগুনের গুড়গম্ভিতায় পুড়ে ছাই হয়ে গিয়েছে দোকানের সমস্ত সরঞ্জাম এবং আগুন প্রচন্ড বেগে তীব্রতার সাথে বেরতে থাকে আগুন নেভানোর কাজে হাত মিলান আশেপাশে এলাকার মানুষজন। সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও কি করে লাগল এই আগুন সেটা তো থেকেই যায় প্রশ্ন। এলাকার আশেপাশে মানুষের প্রচেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে ।
Leave a Reply