নিউজ ডেস্ক: নাটক চলাকালীন হঠাৎ লাগল আগুন। দর্শকাসনে বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি বসু। মুহূর্তের মধ্যে নাটকের রঙ্গমঞ্চ থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ল দর্শকদের ভিড়ে। আতঙ্ক ছড়ালো কলকাতার বিখ্যাত গিরিশ মঞ্চের অডিটোরিয়াম জুড়ে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। হলের মধ্যে থাকা প্রত্যেককেই নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে। তবে দুই বিচারপতির উপস্থিতি সত্ত্বেও এই আগুন লাগার ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন।
গিরিশ মঞ্চে নাট্যদল ‘চেতনা’-র ৫০ বছর উপলক্ষ্যে উৎসব চলছে। তার শেষ দিন ছিল বুধবার। পাশাপাশি, এদিন মঞ্চস্থ হচ্ছিল সুমন মুখোপাধ্যায় পরিচালিত ‘মেফিস্টো’। সেই কারণেই উপস্থিত ছিলেন নাট্য জগতের একাধিক তারকা। সূত্রের খবর, এদিন হাইকোর্ট থেকে বেরিয়ে দুই বিচারপতি বাগ বাজারে গিরিশ মঞ্চে নাটক দেখতে যান। বুধবার, সন্ধ্যে ৬টা নাগাদ তাঁরা দর্শকাসনে বসার কিছুক্ষণ পরই জানানো হয়, মঞ্চে আগুন লেগে গিয়েছে। মঞ্চের এসি-র ঘর থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। এরপরই দর্শকরা দ্রুত হল ছেড়ে বেরিয়ে যান। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। রাত ৮ টার কিছু আগে ফের নাটক শুরু হয়। বিচারপতিরাও ফের দর্শকাসনে ফিরে যান। তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি, তবে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আরও বড় বিপদ ঘটতে পারত বলে মনে করা হচ্ছে।
দমকল সূত্রে জানা গিয়েছে, মঞ্চের একটি দরজায় আগুন লেগেছিল। তা দেখে আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেলেও সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহে ঢুকতে দেওয়া হয়নি দর্শকদের। দমকলের সবুজ সঙ্কেত পাওয়ার পর সন্ধ্যা ৭.১৫ নাগাদ ফের মঞ্চের দরজা খুলে দেওয়া হয়।