নিউজ ডেস্ক: দাউ দাউ করে জ্বলছে আগুন। পুড়ছে ব্যাঙ্ক। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। আতঙ্কিত এলাকাবাসী। পোড়া গন্ধের মধ্যে কি লুকিয়ে রয়েছে কোনও রহস্য! বোলপুরের অ্যাক্সিস ব্যাঙ্কে আগুন লাগার ঘটনায় ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এমনই চাঞ্চল্যকর প্রশ্ন।
বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বোলপুরের অ্যক্সিস ব্যাঙ্কের দোতলায় আগুন লাগে। প্রথমে ফলস সিলিং থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। এরপর গোটা ব্যাঙ্কে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ২টি ইঞ্জিন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান বোলপুর থানার আইসি।
গরুপাচার মামলার তদন্তে নেমে বোলপুরের অ্যাক্সিস ব্যাঙ্কে বেশ কয়েকবার হানা দিয়েছিল সিবিআই। ব্যাঙ্ক আধিকারিককে তলব করে জিজ্ঞাসাবাদও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। জানা গেছে, সিবিআইয়ের হাতে ধৃত অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট ছিল এই ব্যাঙ্কে। অ্যাকসিস ব্যাঙ্কের এই শাখায় বেশ বড় অঙ্কের টাকা নিয়মিত লেনদেন করতেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। কোন অ্যাকউন্ট থেকে মোট কত টাকা বোলপুরের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া শুরু করেছিল কেন্দ্রীয় গোয়েন্দারা। তারপরেই এদিন ব্যাঙ্কে আগুন লাগার ঘটনা ঘটে।
আরও পড়ুন: Menaka Gambhir: অভিষেক-শ্যালিকার অবমাননা-মামলায় ইডি-র হলফনামা চাইল হাইকোর্ট
অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে গুরুত্বপূর্ণ বহু নথি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে সূত্রের খবর। আর তারপরেই ব্যাঙ্কে আগুন লাগার ঘটনায় রহস্যের গন্ধ পাচ্ছে এলাকাবাসী থেকে বিরোধীরা।
Leave a Reply