ইউ এন লাইভ নিউজ: ফের খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে গিরিশ পার্ক থানা সংলগ্ন ছাতুবাবুর বাজারের কাছে একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। ঘিঞ্জি এলাকার জেরে স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। জানা গিয়েছে, এই ঘটনায় একজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মারফত জানা গিয়েছে, শুক্রবার সকালে ছাতুবাবুর বাজারের কাছে একটি বাড়ি থেকে প্রথমে কালো ধোঁয়া বের হতে থাকে। এরপর নজরে পড়ে আগুনের লেলিহান শিখা। তৎক্ষণাৎ স্থানীয়রা দমকলে খবর দেয়। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত গতিতে ছড়াতে থাকে আগুন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী।
শেষ পাওয়া খবর অনুসারে, ঘিঞ্জি এলাকা বলে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে দমকল বাহিনীকে। তবে শেষ পর্যন্ত আগুন আয়ত্তে আনা গিয়েছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই ঘটনার কীভাবে ঘটল তা আগুন নেভানো না পর্যন্ত সঠিকভাবে জানা যাচ্ছে না। স্বাভাবিকভাবে এদিনের এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
Leave a Reply