ইউ ইন লাইভ নিউজ: বাজি ফাটাতে গিয়ে বাড়িতে অগ্নিকাণ্ড। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে ভস্মীভূত হল পাশের দোকানও। ওই আগুনে প্রাণ গেল মোট তিন জনের। শুক্রবার হাওড়ার উলুবেড়িয়ার বাজারপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, মৃতদের মধ্যে দুই শিশু এবং এক মহিলা রয়েছেন। তাঁদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিন জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ এবং দমকলবাহিনী। স্থানীয়দের মধ্যে কয়েক জন জানিয়েছেন, ভস্মিভূত হওয়া বাড়িটিতে প্রচুর বাজি মজুত করে রাখা ছিল। সেই কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাশের একটি দোকানেও আগুন লেগে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা কাজল মিস্ত্রির বাড়ির সামনে কচিকাঁচা কয়েক জন বাজি পোড়াচ্ছিল। সেখানে চরকি পোড়ানোর সময় কোনও ভাবে আগুন লেগে যায় বাড়িতে। ঘরের মধ্যে থাকা পরিবারের সদস্যেরা আটকে পড়েন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তানিয়া মিস্ত্রি, ইশান ধাড়া এবং মমতাজ খাতুনের। জখম হয়েছেন একাধিক। আশঙ্কাজনক অবস্থায় দু’জন উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর। আগুন লাগার খবর পাওয়ার কিছু ক্ষণের মধ্যে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। উলুবেড়িয়া থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। তবে কী কারণে ওই বাড়িতে প্রচুর পরিমাণে বাজি মজুত রাখা ছিল, সে বিষয়টি তদন্তসাপেক্ষ বলে জানা গিয়েছে।