Fifa World Cup 2022: ফুটবল বিশ্বকাপের শহরে আচমকাই অগ্নিকান্ড, অল্পের জন্য রক্ষা ফ্যান ভিলেজের

নিউজ ডেস্ক: কাতারের শহর লুসেইলে লাগল বিধ্বংসী আগুন। জানা গিয়েছে, শহরের লুসেইল স্টেডিয়ামের কাছে একটি নির্মীয়মান বাড়ি থেকেই এই আগুন লেগেছে। কাছেই ছিল বিশ্বকাপের ফ্যান ভিলেজ। যদিও খুব বেশি ক্ষতি হয়নি। সূত্রের খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে দমকলবাহিনী। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

কাতারের অভ্যন্তরীন মন্ত্রী জানিয়েছেন, ওই শহরের একটি আইল্যান্ডে স্থানীয় সময় বিকেল বেলা আচমকাই এই আগুন লেগে যায়। শনিবার রাতেও এই শহরে আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচটাও এই শহরেই আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচ এই শহরেই আয়োজিত। প্রশাসনের তরফে সম্পূর্ণ বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও, ভবিষতে যেন এমন ঘটনা না ঘটে সেই দিকেও নজর দেওয়া হবে।

ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভয়ঙ্কর আগুনের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে,” লুসেইল স্টেডিয়াম থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার (২ মাইল) দুরে এই আগুন লেগেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই গোটা আকাশ কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল।” ভিডিও দেখে স্পষ্ট বোঝা যায়, আগুনের ভয়াবহতা এতটাই যে মধ্য দোহার বাজার অঞ্চল থেকেও এই ধোঁয়া স্পষ্ট দেখতে পাওয়া গিয়েছে।