নিউজ ডেস্ক : হাতে গোনা কয়েকদিন পরেই কালীপুজো। পুজোর প্রস্তুতির পাশাপাশি চলছে বোমা তৈরির কাজও। আর তাতেই ঘটেছে বড়সড় দুর্ঘটনা। শব্দবাজি বানাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে পাঁশকুড়া। বিস্ফোরণের ফলে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে এক কিশোরের শরীর। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। পরে মৃত্যু হয় আরও এক মহিলার৷ আহত হয়েছেন চারজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এমনকি দুর্ঘটনায় ভেঙে পড়েছে বাড়ির একাংশ।
মঙ্গলবার সকাল দশটা নাগাদ পাঁশকুড়ার পূর্ব চিল্কার একটি বাড়িতে রাখা বাজিতে বিস্ফোরণ হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় তমলুক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় গুরুতর জখম স্বর্ণময়ী ভক্তা নামে বছর চল্লিশের আরও এক মহিলার। এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে মৃত কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের নাম শম্ভু সামন্ত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, পাঁশকুড়ার পূর্ব চিল্লাকা গ্রামের দুর্ঘটনাগ্রস্থ বাড়িটিতে আতসবাজি তৈরি করা হত৷ তবে কালীপুজোর আগে সেখানে শব্দবাজি তৈরির কাজও শুরু হয়। এমনকি জানা গেছে বাড়িটিতে বাজি মজুতও করে রাখা হচ্ছিল বেশ কয়েকদিন। অবৈধভাবে এই কাজ চলছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বাজিগুলির সঙ্গে শক্তিশালী কোনও বিস্ফোরক রাখা ছিল কিনা, তাও তদন্ত করা হচ্ছে। পাঁশকুড়া বাজি বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক-বিরোধী তরজা শুরু হয়েছে।
Leave a Reply