নিউজ ডেস্ক: ‘সরকারি কর্মচারীদের বুঝতে হবে তিনি মাল্টিন্যাশনালের বাবু নন, ক্লার্ক নন। তিনি মানুষের ট্যাক্সের টাকায় বেতন পান।’ বুধবার ফের রাজ্য সরাকারি কর্মচারীদের তোপ দেগে একথা বলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমের এদিনের বক্তব্যের পর ফের সুর চড়িয়েছেন বাম কর্মচারী সংগঠনের স্টেয়ারিং কমিটির সাধারণ সম্পাদক সংকেত চক্রবর্তী।
এদিন সংকেত চক্রবর্তী কর্যত ফিরহাদ হাকিমকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি ববি হাকিমের উদ্দেশে বলব, ওঁর আগের শিক্ষা মন্ত্রী সরকারি কর্মচারীদের নিয়ে এই ধরণের মন্তব্য করেছিলেন। আজ তাঁর কী পরিণতি নিশ্চয় বুঝতে পারছেন! ওঁকেও সাবধান করছি, ভেবেচিন্তে কথা বলুন। নইলে পার্থর মতো দশা হবে।’
এর আগেও কলকাতা কর্পোরেশনের কর্মীদের কর্ম বিরতি নিয়ে মুখ খুলেছিলেন মেয়র। তিনি বলেছিলেন, ‘না পোষালে ছেড়ে দিন। কেন্দ্রের চাকরি করতে চলে যান। এখানে চাকরি করতে হবে না।’ এদিন তিনি আরও একবার বলেন, রাজ্য সরকার তেলা মাথায় তেল দেবে না। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বকেয়া থাকার জন্য ফের কেন্দ্রের মোদি সরকারের দিকে আঙুল তুলেছেন তিনি। তিনি বলেন, ইচ্ছে থাকলেও ডিএ দেওয়া যাচ্ছে না তার কারণ, কেন্দ্রীয় সরকার এক লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। সেটা দিলে আমরা অনেক কিছুই করতে পারি।
Leave a Reply