নিউজ ডেস্ক : ভরা সভায় চলল গুলি। প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় পাকিস্তানের মিছিলে। বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে ১ জনের। ভয়াবহ জখম হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। গুলিবিদ্ধ হয়েই মাটিতে লুটিয়ে পড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী। এরপরই গুজরানওয়ালার সভাস্থল থেকে উদ্ধার করে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
বৃহস্পতিবার গুজরানওয়ালাতে ইমরান খানের সমাবেশে গুলি চালানো হয়েছে। সূত্রের খবর, ইমরান খানের পায়ে গুলি লেগেছে। সেই গুলিতে ইমরান খান ছাড়াও শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একজনের। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটকও করেছে পুলিশ।
আরও পড়ুন : প্রায় ২০ কোটি ৭৩ লক্ষ টাকা নিয়েছিল পর্ষদ, স্বীকার মানিক ঘনিষ্ঠ তাপসের
বর্তমানে পাকিস্তান সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার সেই মিছিল চলাকালীনই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। এলোপাথাড়ি গুলিতে, ইমরান খান ছাড়াও প্রাক্তন গভর্নর ইমরান ইসমাইলও আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে।
Leave a Reply