Air Pollution in Kolkata: আরও বিষাক্ত হচ্ছে কলকাতার বাতাস, জানাচ্ছে পিসিবি

নিউজ ডেস্ক: কলকাতায় বায়ুদূষণের অশনি সংকেত। উৎসবের মরশুমের শেষেই আতঙ্ক নেমে এল তিলোত্তমায়। শুক্রবার কলকাতার দুটি এলাকায় ধরা পড়েছে ব্যাপক বায়ুদূষণ। অন্যান্য পাঁচ এলাকায় ধরা পড়েছে সামান্য বায়ু-দূষণ। যা সম্প্রতি কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে কলকাতার শীতের মরশুমের শুরুতে। এমনটাই জানাচ্ছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

সম্প্রতি পশ্চিমবঙ্গ পলিউশন কন্ট্রোল পর্ষদ জানিয়েছে, ২০২১ সালের শীতের মরশুমের পর এই প্রথম শহরের সব এলাকার বায়ুর গুণমান একসঙ্গেই ভালো বা সন্তোষজনক নয়। এমনটাই ধরা পড়েছে তাঁদের রিপোর্টে।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের মতে, ‘দূষিত’ বায়ু ‘অধিকাংশ লোকের শ্বাসকষ্টের কারণ হয়ে উঠতে পারে। ‘মাঝারি-দূষিত’ বায়ু, হাঁপানি এবং হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের শ্বাসকষ্টের কারণ হয়ে উঠতে পারে।

শুক্রবার ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসের পিসিবি মনিটরিং স্টেশন অবিচ্ছিন্ন বায়ুর গুণমান পর্যবেক্ষণ করে বায়ুর গুণমান খারাপ হওয়ার রিপোর্ট দেয়। অন্যদিকে বালিগঞ্জ, বিধাননগর, ফোর্ট উইলিয়াম, যাদবপুর এবং রবীন্দ্র সরোবরের মনিটরিং স্টেশনগুলির রিপোর্ট তুলনামূলক ঠিক থাকলেও তা কোনোভাবে সন্তোষজনক ছিলনা, জানিয়েছে পশ্চিমবঙ্গ পলিউশন কন্ট্রোল বোর্ড।

ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় উভয়ের প্রাথমিক দূষণমাত্রা ছিল ২.৫ পিএম, অর্থাৎ বাতাসে উপস্থিত বিষাক্ত উপাদান গুলি সহজেই রক্তের সঙ্গে মিশে যেতে পারে। একবার রক্ত প্রবাহে প্রবেশ করলে বিষাক্ত কণাগুলি শরীরে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা শুরু করতে পারে।

আরও পড়ুন: একদিন যার জন্য হাহাকার পড়ে গিয়েছিল, আজ তার দিকে ফিরেও তাকাচ্ছে না মানুষ

পিসিবির সাতটি মনিটরিং স্টেশনই দীপাবলির সময় ‘ভালো’ এবং ‘সন্তোষজনক’ বায়ুর রিপোর্ট দিয়েছিল। এই বিষয়ে বিশেষজ্ঞদের দাবি, মূলত বৃষ্টির জন্যই বাজি দ্বারা নির্গত বিষাক্ত গ্যাসীয় উপাদানগুলিকে ধুয়ে গিয়েছিল। তাই রিপোর্ট ভালো এসেছিল।

আরও পড়ুন: ‘নিখোঁজ’ পোস্টারে উত্তাল বঙ্গ রাজনীতি