নীতীশের দলে ভাঙন, ৫ বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

নিউজ ডেস্ক- কয়েক মাসের মধ্যের পালাবদল, বিহারে ক্ষমতার পালাবদলের পরেই, মণিপুরে মৃদু কম্পনে ধসে গেল নীতীশের পায়ের মাটি। ৭ জেডিইউ বিধায়কের মধ্যে ৫জন যোগ দিলেন বিজেপিতে।

মণিপুর বিধানসভার সচিব কে মেঘজিৎ সিং একটি বিবৃতিতে জানিয়েছে, জে ডি ইউয়ের ৫ বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় খুশি স্পিকার। যেহেতু ৭ জন বিধায়কের মধ্যে ৫জনই দল পরিবর্তন করেছেন, তাই তাদের বিরুদ্ধে, দলত্যাগী আইনে ব্যবস্থা নেওয়া যাবে না।

২০২০ সালে অরুণাচলপ্রদেশে ৭ বিধায়কের মধ্যে ৬জন বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবং গত সপ্তাহে সেই একজন বিধায়কও বিজেপিতে যোগ দেন। ফলে অরুণাচলে পুরোপুরি জমি হারিয়েছে জে ডি ইউ।

শুক্রবার যে বিধায়কেরা বিজেপিতে যোগ দেন, তাঁরা হলেন, জয়কিষাণ, এন শনৎ, মহম্মদ আচাব উদ্দিন, এল এম খাউটে এবং থাঙ্গজাম অরুণকুমার। এর মধ্যে খাউটে ও অরুণকুমারকে বিজেপির তরফে লড়াই করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তা খারিজ করে, জিডিইউয়ের হয়ে লড়াই করেছিলেন।