Queen Elizabeth II: অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা, হবে না কোনও বিনোদনমূলক অনুষ্ঠান! ব্রিটিশ মহারানির প্রয়াণে রাষ্ট্রীয় শোক পালনে ভারতের

নিউজ ডেস্ক: এবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকপালন হবে ভারতেও। আগামী ১১ সেপ্টেম্বর, রবিবার রাষ্ট্রীয় শোকপালনের কথা ঘোষণা করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। টুইট করে একথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

দেশের একাধিক ভবনে, যেখানে যেখানে নিয়মিত পতাকা উত্তোলন করা হয়, শুধুমাত্র সেদিন প্রত্যেকটি জায়গায় অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা। এছাড়াও, সেদিন দেশের কোথাও কোনও বিনোদনমূলক অনুষ্ঠানও করা যাবে না, জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। বিদেশমন্ত্রকের এই টুইট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছে। ব্রিটিশ রানির প্রতি

বিদেশ মন্ত্রকের তরফে টুইটে বলা হয়,”গ্রেট ব্রিটেনের যুক্তরাজ্য এবং উত্তর আয়ারল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ ৮ সেপ্টেম্বর, ২০২২-এ প্রয়াত হয়েছেন। সেই প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আগামী ১১ সেপ্টেম্বর সারা দেশে রাষ্ট্রীয় শোকপালন করবে ভারত সরকার।”

আরও পড়ুন: “সারা জীবন কেউ জেলে থাকে না”, মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পেয়ে মন্তব্য কেষ্টর

৯৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ ৭০ বছর ধরে রাজত্ব করার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর মৃত্যুর পর তাঁর জ্যেষ্ঠ পুত্র, ৭৩ বছরের চার্লস হবেন নতুন রাজা।

আরও পড়ুন: সম্পত্তি বৃদ্ধি মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, স্বস্তিতে তৃণমূলের ১৯ নেতা