নিউজ ডেস্ক: কোভিড-১৯ ভাইরাস নিয়ে, সারা ভারত গত দুবছর ধরে অতিষ্ঠ। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের পেশ করা রিপোর্টে যেন স্বস্তি মিলল। দেশবাসীকে অনেকটা স্বস্তি দিয়ে স্বাস্থ্য মন্ত্রক মঙ্গলবার জানায়, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা শূন্য। ২০২০ সালের সেই মার্চ মাসের পর থেকে, যে ঘটনা এই প্রথমবারের জন্য ঘটল। তবে কী অতিমারী একেবারে শেষের পথে?
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন কোভিড কেসে আক্রান্ত হয়েছেন ৬২৫ জন। নতুন করে আক্রান্ত হওয়ার গ্রাফেও দেখা গেল পতন। ২৪ ঘন্টায় এই পরিমান নতুন আক্রান্তের কেস, ২০২০র ৯ই এপ্রিলের পর এই প্রথম। ওই বছরের ৯ই এপ্রিল একদিনে মোট ৫৪০ টি নতুন কেস রিপোর্ট করা হয়েছিল। তারপর থেকেই গ্রাফ ছিল ক্রমশ ঊর্ধ্বমুখী।
আরও পড়ুন: যেভাবে জিনিসের দাম চড়ছে,কী খাবেন মানুষ? চিন্তায় মাথায় হাত জনগনের
স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে সক্রিয় করোনা কেস নিম্নমুখী। কয়েকদিন আগেও ভারতে করোনার সক্রিয় কেসের পরিমান ছিল ১৪ হাজার ৫১৫ টি। তবে, এই মুহূর্তে দেশে সক্রিয় কেস কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২১টি। এযাবৎ দেশে মোট সংক্রামিতের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৬২ হাজার ১৪১। মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী কোভিড-১৯ কেস পুনরুদ্ধারের হার বেড়ে তা দাঁড়িয়েছে প্রায় ৯৯ শতাংশ।
স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী যে তথ্য পাওয়া যাচ্ছে, তা আপামর ভারতবাসীকে স্বস্তি দিচ্ছে নিঃসন্দেহে। তবে, করোনায় আক্রান্ত হওয়ার গ্রাফের এই পতন সাময়িক নাকি দীর্ঘস্থায়ী, মানুষের মনে প্রশ্ন জাগছে সে নিয়েই। কোভিড বিধি পুরোপুরি না উঠলেও, এখনও তা আগের বছরের তুলনায় বেশ কিছুটা শিথিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও, কোভিডের সম্পূর্ণ রূপে বিদায় নেওয়ার কোনও খবর সামনে আসেনি। তবুও, একদিনে নতুন করে কারোর মৃত্যু না হওয়ার ঘটনা, মহামারী শুরুর পর এই প্রথম। এই মৃত্যুহীন দিন প্রথমবার দেখার পর, চিকিৎসকমহল থেকে সাধারণ মানুষ সবাই মনে করছেন, তবে বোধ হয় এবার চিরতরে বিদায় নিতে চলেছে কোভিড।
Leave a Reply