দমদমের ফ্ল্যাট থেকে উদ্ধার মানুষের মাথার খুলি, হরিণের চামড়া, বাঘের নখ পলাতক তান্ত্রিক

নিউজ ডেস্ক: দমদমে নাগের বাজারের কাছে প্রাইভেট রোডের এক ফ্ল্যাটের ভিতরে মজুত করা হয়েছিল পশুর চামড়া-হাড়-নখ-দাঁত। এমনকি সেখানে পাওয়া গেছে মানুষের মাথার খুলিও। গোপনসূত্রে খবর পেয়ে দমদম এলাকার এক তান্ত্রিকের বাড়িতে হানা দেয় বন দফতর ও পুলিশ। আর তাতেই চোখ কপালে উঠেছে পুলিশকর্তা ও বন দফতরের কর্মীদের। অভিযুক্ত তান্ত্রিকের নাম সৌরভ চৌধরী। তিনি নিখোঁজ রয়েছেন। তন্ত্র সাধনার জন্যই কি ফ্ল্যাটে এই সমস্ত সামগ্রী মজুত করা হত, জানার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, প্রাইভেট রেডোর আমবাগন এলাকার বাসিন্দা সৌরভ চৌধুরি দীর্ঘদিন ধরে জ্যোতিষ ও তন্ত্র চর্চা করতেন। বেআইনি সামগ্রী মজুত থাকার খবর পেয়ে বন দফতরের কর্মীরা তাঁর ফ্ল্যাটে হানা দেয়। সেখান থেকে হরিণের চামড়া নখ, শিং, বাঘের নখ ও দাঁত, একাধিক পাখির দেহাংশ উদ্ধার হয়েছে। তবে সেগুলি বনদফতর বাজেয়াপ্ত করেনি। মনে করা হচ্ছে, তন্ত্রচর্চার কাজেই এগুলি ব্যবহার করা হত। তবে মূল অভিযুক্ত নিখোঁজ রয়েছে।

অভিযুক্ত সৌরভের খোঁজ না পেয়ে তাঁর বাবা রাখাল চৌধুরি, বন্ধু অরিজিৎ গুপ্ত ও পাশের একটি ফ্ল্যাট থেকে শিষ্য দুলাল অধিকারীকে আটক করেছে পুলিশ।

About Somnath Adak

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *