ইউ এন লাইভ নিউজ: টি-টোয়েন্টি বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান দলের। কানাডাকে হারালেও বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেশে বাবর আজমদের ওপরে ক্ষুব্ধ ক্রিকেট বিশেষজ্ঞরা। সম্প্রচারকারী চ্যানেলে সরাসরি ওয়াসিম আক্রমের মতো প্রাক্তন ক্রিকেটারও বাবর আজমদের একহাত নিয়েছেন।
দলের ভিতরে অন্তর্ঘাত রয়েছে এমন বিস্ফোরক অভিযোগও করেছেন আক্রম। এবার পাকিস্তানের আরেক প্রাক্তন আহমেদ শেহজাদ আরও চড়া সুরে আক্রমণ করেছেন বাবর আজমদের। শেহজাদ বলেছেন, ‘আমার যা পরিসংখ্যান তা দিয়ে আমি তোমার থেকে ভালো খেলতে পারতাম। তোমার স্ট্যাট দেখছি আমার থেকেও খারাপ।’
পাকিস্তানের সুপার এইটে যাওয়া, না-যাওয়া নির্ভর করছে একাধিক সমীকরণের ওপরে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি ম্যাচে বাবর আজমের রান ৯০। স্ট্রাইক রেট খুবই কম পাক অধিনায়কের। বাবর আজমের শ্লথ গতিতে ব্যাটিং করা নিয়ে শেজহাদ বলছেন, ‘তুমি বিশ্বকাপের পাওয়ার প্লে-তে ২০৫ বল খেলেছ। কিন্তু তুমি একটা ছক্কাও মারতে পারোনি। আমার নিজের পরিসংখ্যানের আরও উন্নতি করার দরকার ছিল। কিন্তু তোমার পরিসংখ্যান তো দেখছি আরও খারাপ।’
এরপর বাবরকে আরও কড়া ভাষায় আক্রমণ করেছেন শেহজাদ। তিনি বলেছেন, ‘ঘরোয়া পরিকাঠামো তুমি ধ্বংস করেছো। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে যাঁরা ভালো খেলছে, তাঁদের পরিবর্তে তুমি তোমার বন্ধুদের দলে নিয়েছো।’
Leave a Reply