গুলি করে খুন তৃণমূল নেতাকে, এখনও অধরা দুষ্কৃতিরা

নিউজ ডেস্ক: বুধবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল তৃণমূল নেতা ও প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান আলতাফ আলির। মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে লক্ষ করে গুলি চালায় একদল দুষ্কৃতি। তারপর থেকে তিনি হাসাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিন সকালে তাঁর মৃত্যু হয়ছে।

মুর্শিদাবাদের রানিনগর থানার ১ নম্বর ব্লকের লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন আলতাফ আলি। মঙ্গলবার লালবাগ থেকে বাড়ি ফেরার সময় তাঁকে পিছন থেকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে প্রথমে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন ভোর পাঁচটা নাগাদ আলতাফ আলির মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।

পুলিশের অনুমান রাজনাতিক হিংসার কারণেই তাঁর উপর হামলা চালানো হয়েছে। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও পরিস্কার নয়। মঙ্গলবারই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।