sushant singh rajput

Sushant Singh Rajput: চার বছর পরেও সিবিআইয়ের তদন্ত হিমঘরে, প্রধানমন্ত্রীকে দ্রুত তদন্তের নিষ্পত্তি করার চিঠি সুশান্তের পরিবারের

ইউ এন লাইভ নিউজ: সিবিআই গোয়েন্দাদের হাতে এল সুশান্ত সিং মৃত্যু রহস্য উদঘাটনের দায়িত্ব। ২০২০ সালের জুন মাস, বলিউডে কার্যত বিস্ফোরণ, আত্মহত্যা করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। দিল্লির AIIMS তাদের ফরেনসিক রিপোর্টে জানালো এটা আত্মহত্যার ঘটনা। এই খবরে যখন তোলপাড় গোটা দেশ, তখন হঠাৎ নাটকীয়তা এলো পাটনায় দায়ের করা সুশান্তের পরিবারের এফআইআর ঘিরে। বলা হলো, রিয়া ও তার সাঙ্গপাঙ্গরা মিলে এমন অবস্থা তৈরি করেছিল যে সুশান্ত আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। অভিযোগ রিয়া রীতিমতো মাদকের কবলে ফেলে সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। কারণ লোভ ছিল তাঁর সুশান্তের টাকার ওপর। এরপরই ময়দানে নামলো ইডি এবং এনসিবি। এনসিবি হদিশ করতে শুরু করল মাদক চক্রের।

ইডি খতিয়ে দেখতে শুরু করল সুশান্ত সহ তার ঘনিষ্ঠদের টাকা পয়সা লেনদেনের বিষয়টি। একদিকে মাদক, অন্যদিকে বলিউডের বঞ্চনা এর সঙ্গে যোগ হল আর্থিক প্রতারণা, সব মিলিয়ে রহস্যের পর রহস্যে জড়িয়ে গেল সুপারস্টারের মৃত্যুর ঘটনা। অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তদন্তের দায়িত্ব পেল সিবিআই। তদন্ত শুরু করল তারা, কিন্তু এরই মধ্যে রিয়া চক্রবর্তী এবং তারা ভাই সায়ক সহ মোট ৯ জনকে গ্রেফতার করল মাদক নিরোধক সংস্থা এনসিবি। প্রায় ৩৫ জনের বিরুদ্ধে দায়ের হলো মামলা। কিন্তু বোম্বে হাইকোর্টে ধোপে টিকলো না এনসিবি’র অভিযোগ। রিয়া ও তার সঙ্গীদের বিরুদ্ধে মাদক ব্যবসা এবং যার জেরে সুশান্তের মৃত্যুর যোগ প্রতিষ্ঠা করতে পারল না এনসিবি। অভিযোগ থেকে মুক্ত করা হল ধৃতদের। তাহলে এত অভিযোগ, এত হৈচৈ তো হলো কিন্তু যে প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছিল সেটা পাওয়া গেল কি? উত্তরটা হলো না, চার বছর পর ,সিবিআই তদন্ত এখন হিম ঘরে। সুশান্তের পরিবার এবছর মার্চ মাসে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করেছে যাতে দ্রুত এই তদন্তের নিষ্পত্তি করা হয়।

About Anannya Chakraborty

Check Also

Horoscope

Thursday’s Horoscope: বৃহস্পতিবার আপনার ভাগ্যে লক্ষ্মী থাকবে কী না, তা মিলিয়ে দেখে নিন আজকের রাশিফলে

ইউ এন লাইভ নিউজ: বৃহস্পতি মানে লক্ষ্মীর বার, তবে আপনার ভাগ্যে কী লক্ষ্মীশ্রী বজায় থাকবে? …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *