ইউ এন লাইভ নিউজ: চলতি মাসেই শুরু লোকসভা নির্বাচন। লোকসভা ভোটের কারণে স্কুল গুলিতে বাড়লো গ্রামের ছুটির মেয়াদ। ৬ মে থেকে ২ জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে বলে ঘোষণা রাজ্যসরকারের। প্রথম দফায়, ১৯ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি – এই তিন জেলায় ভোট। এই উপলক্ষে ১৬ থেকে ২০ এপ্রিল এখানকার স্কুলগুলি বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে একইসঙ্গে ছুটি থাকবে। তবে তা নতুন নয়। কারণ ভোটের সময় কাজের জন্য কেন্দ্রীয় বাহিনী আসবে। তাঁদের থাকার ব্যবস্থা হয় সাধারণত স্কুলের মধ্যেই। সেই কারণে ওই এলাকার স্কুল বন্ধ থাকে।
প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট কেন্দ্রে ভোট থাকায় ২৪ থেকে ২৭ এপ্রিল এই তিন কেন্দ্রের স্কুল বন্ধ থাকবে। সুতরাং, উত্তরবঙ্গের স্কুলগুলিতে গরমের ছুটির আগে অতিরিক্ত ছুটি মিলবে।
তারপরে আরও পাঁচ দফার ভোট রয়েছে রাজ্যে। সেই সময় গরমের ছুটিও পড়ে স্কুলগুলিতে। এমনিতে ১০ দিনের ছুটি থাকে, এবার তা ২২ দিনের হচ্ছে। ভোটের জন্য এবার গরমের ছুটি ১২ দিন বাড়ল। যেহেতু স্কুলগুলিতে ভোটকেন্দ্র হবে। স্কুলে শিক্ষক-অশিক্ষক কর্মচারী ভোটের কাজে দূরে যাবেন, ব্য়স্ত থাকবেন, সেই ভেবেই গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হল। ২০ মে পর্যন্ত ছুটি থাকার কথা ছিল। কিন্তু সাত দফায় ভোটের কারণে গরমের ছুটির মেয়াদ বেড়ে যায়।
Leave a Reply