Lake Town Sreebhoomi

Durga Puja 2024: কলকাতার উত্তর থেকে দক্ষিণ, প্রতি মণ্ডপেই থাকছে নতুন চমক

ইউ এন লাইভ নিউজ: মাতৃপক্ষের তৃতীয়া অর্থাৎ ৫ অক্টোবর। ইতিমধ্যে কলকাতার অনেক মণ্ডপেই ঠাকুর চলে এসেছে। উদ্বোধনও হয়ে গিয়েছে বেশ কয়েকটি বড় পুজোর। আজ, শনিবার শহরের বেশ কয়েকটি পুজোর উদ্বোধন। কাল, শুক্রবার সন্ধ্যা থেকে তুমুল বৃষ্টির কারণে অনেকেই ঘর থেকে বের হতে পারেননি। ফলে সেভাবে ভিড় দেখা যায়নি। তবে মহালয়ার দিন বেশ কিছু মণ্ডপের সামনে ভিড় ভালই ছিল।

এখনও শহরে র আকাশে মেঘ করে আছে। বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তবে শেষ অবধি বৃষ্টি না এলে মানুষ যে মণ্ডপের সামনে ভিড় জমাবেন তা দুপুরের বাজারে কেনাকেটার হুড়োহুড়িতে বোঝা যাচ্ছে।

উত্তর কলকাতার হাতিবাগান থেকে চেতলার অগ্রনী সংঘ, বালিগঞ্জের একডালিয়া এভারগ্রিন।

বেহালার নূতন দল থেকে দমদমের তরুণ দল।

Tala Prottoy
Lake Town Sreebhoomi

টালার প্রত্যয় থেকে টালিগঞ্জ সার্বজনীন, লেকটাউনের শ্রীভূমি।

Santosh Mitra Square

সন্তোষ মিত্র স্কোয়ার থেকে কলেজ স্কোয়ার। আগামী কয়েকটি দিন জমিয়ে ঠাকুর দেখার পালা।