জি২০-এর সভাপতিত্ব গ্রহনের আগেই বড় বার্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

নিউজ ডেস্ক : বিশ্বের দরবারে বাড়ছে ভারতের গুরুত্ব। আগামী মাসেই জি২০-এর সভাপতিত্ব গ্রহন করতে চলেছে ভারত। এরই মধ্যে জি২০ সভাপতিত্ব নিয়ে বড় বার্তা দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, বিশ্বের দক্ষিণের দেশগুলির আগ্রহ এবং উদ্বেগ প্রতিফলিত করতে জি২০ গ্রুপের সভাপতিত্ব ব্যবহার করতে চায় নয়াদিল্লি।

মঙ্গলবার তিনদিনব্যাপী সপ্তম গ্লোবাল টেকনোলজি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রযুক্তি নিয়েও বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, ‘ভারতের উত্থান ভারতীয় প্রযুক্তির উত্থানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’ পাশাপাশি নিরাপত্তার বিষয়ে সতর্ক করে তিনি জানিয়েছেন, আমাদের ডেটা কোথায় যাচ্ছে, সেটাও খেয়াল রাখতে হবে। এটা ব্যবসা ও অর্থনীতির বিষয় নয়, জাতীয় নিরাপত্তার বিষয়।

ভারতের বিদেশ মন্ত্রক এবং কার্নেগি ইন্ডিয়ার পক্ষ থেকে আয়োজিত শীর্ষ সম্মেলনে এস জয়শঙ্কর আরও জানিয়েছেন, বর্তমানে পৃথিবীতে সবকিছুকেই অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই কোথায় আমাদের স্বার্থ রক্ষা করতে হবে সে বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমরা ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক নিয়েও কাজ শুরু করেছি। এই বিষয়ে এগিয়ে আসছে আমেরিকা।

আরও পড়ুন : IMFL: দেশে মদ বিক্রিতে রাজস্ব আয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কোন রাজ্যের আয় কত? কী বলছে সমীক্ষা?

তিনি আরও জানিয়েছেন, ‘প্রযুক্তি এবং সরবরাহ চেইন, এই ফ্রেমওয়ার্কের মূল উপাদান। আইপিইএফ এবং কোয়াডের মতো বিভিন্ন অংশীদারদের সঙ্গে এই বিষয়ে অনেক দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। আমাদের দেশেও বড় বড় বিতর্ক চলছে। বর্তমানে বড় বড় শক্তিগুলির প্রতিযোগিতা বৃদ্ধি পেতেই অতীতের অনেক চুক্তি অকেজো হয়েছে।’ এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও আলোচনা করেন তিনি।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে বৈধ ‘সমকামীতা’ই কি বিচারপতি পদে নিয়োগে বাধা?

About Mousumi Pal

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *