ভগবান গণেশের ধর্মপত্নী দুজন ঋদ্ধি ও সিদ্ধি । এই কথার অর্থ হল সাধনার ক্ষেত্রে সাধক যখন শিবতত্ত্ব প্রাপ্ত হন তখন সমস্ত ঋদ্ধি বা ব্রহ্মজ্ঞান ও জাগতিক, আধ্যাত্মিক শক্তি সাধকের করতলগত হয় । তিনি স্বয়ং শিবপু্ত্র গনেশ হয়ে, ঋদ্ধি-সিদ্ধির ওপর প্রভূত্ব করেন ।
গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশের আরও অনেক কাহিনি…
Leave a Reply